কোম্পানীগঞ্জে নৌকা প্রার্থীর প্রচারে আ.লীগ সভাপতির সমর্থকদের হামলা

কোম্পানীগঞ্জ প্রতিনিধি


অক্টোবর ৩১, ২০২১
০১:২৮ পূর্বাহ্ন


আপডেট : অক্টোবর ৩১, ২০২১
০১:২৮ পূর্বাহ্ন



কোম্পানীগঞ্জে নৌকা প্রার্থীর প্রচারে আ.লীগ সভাপতির সমর্থকদের হামলা

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ইউনিয়ন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ উঠেছে একই ইউনিয়নের আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর বিরুদ্ধে। গত বুধবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় এই হামলা ঘটনা ঘটে।

আজ শনিবার (৩০ অক্টোবর) দুপুরে স্থানীয় সাংবাদিকদের কাছে এই হামলা ঘটনার কথা জানান উপজেলায় উত্তর রনিখাই ইউনিয়নের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ফয়জুর রহমান মাষ্টার। বুধবার সন্ধ্যায় তার নির্বাচনী প্রচারে উত্তর রনিখাই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও বিদ্রোহী ফরিদ উদ্দিনের  সমর্থকেরা হামলা করেছে বলে জানান তিনি। 

নৌকার প্রার্থী ফয়জুর রহমান জানান, গত বুধবার সন্ধ্যায় আমার বাড়ি থেকে কামালবস্তি একটি নির্বাচনী সভায় যোগ দিতে দুই শতাধিক নেতাকর্মী নিয়ে যাওয়ার পথে আ'লীগের বিদ্রোহী প্রার্থী ফরিদ উদ্দিনের বাড়ির সামনের রাস্তা দিয়ে যাওয়ার সময় তাঁর সমর্থকেরা আওয়ামী লীগের নেতাকর্মী ও নৌকার সমর্থকদের উপর পাথর ছুঁড়ে মারে এবং মোটরসাইকেল নিয়ে আমার উপর হামলা করে। 

এ ঘটনায় নৌকার চেয়ারম্যান প্রার্থী ফয়জুর রহমান ও সালা উদ্দিন (২৬) নামের এক সমর্থক আহত হয়েছে। বিজয় পাড়ুয়া গ্রামের আসদ্দর আলীর ছেলে সালা উদ্দিনের মাথায় পাথরের আঘাতে পেয়ে কোম্পানীগঞ্জ হাসপাতালে চিকিৎসা নিয়েছে। 

এ ব্যাপারে আহত সালা উদ্দিন জানান, নৌকার পক্ষে নির্বাচনী প্রচারণায় যাওয়ার সময় রাত ৮ টায় ফরিদ উদ্দিন চেয়ারম্যানের কয়েকজন সমর্থক আমাদের পাথর নিক্ষেপ করে। তাদের অতর্কিত পাথর নিক্ষেপে আমার মাথা ও পায়ের উরুতে আঘাত লাগে। আমি অজ্ঞান হয়ে পড়লে কয়েকজন মিলে আমাকে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স থেকে চিকিৎসা করিয়েছেন। এ সময় নৌকার প্রতিক প্রাপ্ত চেয়ারম্যান প্রার্থী ফয়জুর রহমান সাথে ছিলেন।

এ ব্যাপারে আওয়ামীলীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী ফয়জুল রহমান জানান, আওয়ামী লীগের বিদ্রোহি প্রার্থী ফরিদ উদ্দিনের সমর্থকেরা আমার নেতাকর্মীদের উপর হামলা করেছে।

উপজেলা থেকে প্রতিক পাওয়ার পরে নির্বাচনী সভায় যাওয়ার পথে আমার উপর হঠাৎ দ্রুতগতির একটি মোটরসাইকেল তুলে দেয় এবং আমার মিছিলে পাথর নিক্ষেপ করা হয়।

কেএ/আরসি-১৬