বিশ্বনাথে দুই পক্ষের সংঘর্ষে আহত ২০

বিশ্বনাথ প্রতিনিধি


অক্টোবর ৩১, ২০২১
০২:৪০ পূর্বাহ্ন


আপডেট : অক্টোবর ৩১, ২০২১
০২:৪০ পূর্বাহ্ন



বিশ্বনাথে দুই পক্ষের সংঘর্ষে আহত ২০

সিলেটের বিশ্বনাথে মাইকিং করে গ্রামবাসী ও ব্যাটারী চালিত অটোরিকশা চালকদের মধ্যে বাক বিতণ্ডার জেরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। 

আজ শনিবার (৩০ অক্টোবর) বিকেল ৫টার দিকে অটোরিকশা চালক দিলোয়ার হোসেন ও খাজাঞ্চি ইউনিয়নের তেঘরি গ্রামের স্কুল পড়ুয়া ছাত্র লোকমান হোসেন (১৭) মধ্যে ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। গুরুত্বর আহত কয়েকজনকে সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

লোকমান হোসেনের পক্ষে আহতরা হলেন, বুরহান উদ্দিন (২৮), জমির আলী (৩১), শাকিব আহমদ (১৯), একলাছ মিয়া (৪৮), একরামুল (১৯), শাহজাহান (২০) ও জিসান আহমদ (১০)।

অপর পক্ষের আহতরা হলেন, অটোরিকশা চালক দিলোয়ার হোসেন (১৯), তার পক্ষে আরও আহতরা হলেন, রিকশা চালক লয়লু মিয়া (৩০), চান মিয়া (৩৩), মাছুম মিয়া (২২), মৌরশ আলী (২৫) ও আলমগীর হোসেন (২৬)। বাকি আহতদের নাম জানা যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, রামপাশা ও রাজাগঞ্জ বাজার সড়কে তেঘরি গ্রামে দিলোয়ার হোসেনের ব্যাটারি চালিত রিকশার সাথে স্কুলছাত্র লোকমান হোসেনের ভ্যান রিকশার সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের মধ্যে বাক বিতন্ডা হয়। পরে রিকশা চালক দিলোয়ার হোসেন রামপাশা বাজারে গিয়ে তার স্ট্যান্ডের সবাইকে অবগত করে। এসময় রিকশা চালকরা একত্রিত হয়ে রামপাশা কোনাপাড়া গ্রামের সমজিদে মাইকিং করে স্কুলছাত্র লোকমান হোসেনের টমেটো ক্ষেতে গিয়ে হামলা চালায়। এতে দু পক্ষই সংঘর্ষে জড়িয়ে পড়েন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যাওয়ায় পরিস্থিতি শান্ত হয়ে যায়। বিষয়টি মীমাংসার জন্য স্থানীয়রা চেষ্টা করছেন।

দুই পক্ষের সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করে খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তালুকদার গিয়াস উদ্দিন বলেন, স্থানীয় মুরব্বীদের নিয়ে বিষয়টি মীমাংসার চেষ্টা অব্যাহত রয়েছে।

এ ব্যাপারে বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ (ওসি) গাজী আতাউর রহমান বলেন, সংঘর্ষে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ প্রেরণ করা হয়েছে। তবে অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

এমএএস/আরসি-১৮