চেম্বার নির্বাচন: আনুষ্ঠানিক প্রচারণা শুরু করল সিলেট ব্যবসায়ী পরিষদ

নিজস্ব প্রতিবেদক


অক্টোবর ৩১, ২০২১
০৮:০৩ অপরাহ্ন


আপডেট : অক্টোবর ৩১, ২০২১
০৮:০৩ অপরাহ্ন



চেম্বার নির্বাচন: আনুষ্ঠানিক প্রচারণা শুরু করল সিলেট ব্যবসায়ী পরিষদ

সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির আসন্ন নির্বাচনকে সামনে রেখে আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেছে সিলেট ব্যবসায়ী পরিষদ। আজ রবিবার (৩১ অক্টোবর) দুপুরে এ প্রচারণা শুরু হয়। 

এ সময় নগরের পূর্ব জিন্দাবাজার এলাকার বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে ভোট চান সিলেট ব্যবসায়ী পরিষদের নেতৃবৃন্দরা। এর আগে দোয়া মাহফিলের মাধ্যমে এ আনুষ্ঠানিক প্রচারণা শুরু হয়। 

প্রচারণায় উপস্থিত ছিলেন সিলেট ব্যবসায়ী পরিষদের আহবায়ক আমিরুজ্জামান চৌধুরী দুলু, খন্দকার সিপার আহমদ, সম্ভাব্য পরিচালক পদপ্রার্থী (অর্ডিনারি শ্রেণি) এহতেশামুল হক চৌধুরী, জহিরুল কবির চৌধুরী শিরু, আব্দুর রহমান জামিল, হুমায়ুন আহমদ, নজরুল ইসলাম, আলীমুল এহছান চৌধুরী, ফাহিম আহমদ চৌধুরী, খন্দকার ইশরার আহমদ রকি, মো. আব্দুস সামাদ (তুহেল), শান্ত দেব, মো. রুহুল আলম, দেবাংশু দাস। এছাড়া সিলেটের বিভিন্ন স্থরের ব্যবসায়ীবৃন্দও এ সময় উপস্থিত ছিলেন। 

এ সময় নেতৃবৃন্দ বলেন, 'আমরা সিলেটের ব্যবসায়ীদের জন্য কাজ করে যেতে চাই। সিলেটের ব্যবসায়ীদের সুখে দুঃখে অতীতে যেভাবে আগে পাশে ছিলাম ভবিষ্যতেও থাকব। ব্যবসায়ীদের উন্নয়নে যাতে কাজ করতে পারি সেজন্য আমাদের ভোট দিয়ে নির্বাচিত করার আহ্বান রইল।'

প্রসঙ্গত, আগামী ১১ ডিসেম্বর সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির ২০২২-২০২৩ সালের দ্বি বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে।

এনএইচ/বি এন-০৩