কোম্পানীগঞ্জ প্রতিনিধি
নভেম্বর ০১, ২০২১
০১:০২ পূর্বাহ্ন
আপডেট : নভেম্বর ০১, ২০২১
০১:০৩ পূর্বাহ্ন
ঘাতক বাস। ছবি- কবির আহমদ
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জের বঙ্গবন্ধু মহাসড়কে বিআরটিসি বাসের ধাক্কায় রিমা খাতুন (৬) নামে এক শিশু নিহত হয়েছে।
আজ রবিবার (৩১ অক্টোবর) বিকাল ৪টায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত রিমা ছাতক উপজেলার সিমছাপুর গ্রামের মৃত সম্রাজ আলীর মেয়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সিলেট থেকে ভোলাগঞ্জ দশনম্বর গামী বিআরটিসি দ্বিতল বাস বেপরোয়া গতিতে আসছিল। এমন সময় শিশু রিমা রাস্তা পার হয়ে পশ্চিমপাশ থেকে পূর্বপাশে যাওয়ার সময় বেপরোয়া গতির বিআরটিসি বাসের চাকায় পিষ্ট হয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
কোম্পানীগঞ্জ থানার ওসি (তদন্ত) ফয়েজ আহাম্মদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে সেখানে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’
কেএ-০১/এএফ-০৩