জুড়ী প্রতিনিধি
নভেম্বর ০১, ২০২১
০২:২৬ পূর্বাহ্ন
আপডেট : নভেম্বর ০১, ২০২১
০২:২৬ পূর্বাহ্ন
মৌলভীবাজার জেলার জুড়ীতে সুপারি চুরির কৈফিয়ত চাওয়ায় বাবাসহ দুই মেয়েকে কুপিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। ঘটনার একদিন পরেই অভিযুক্ত আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (৩০ অক্টোবর) ভোরে উপজেলার সাগরনাল ইউনিয়নের পাতিলাসাঙ্গন এলাকায় এই ঘটনা ঘটে। ঘটনায় আহতরা হলেন পাতিলাসাঙ্গন গ্রামের চনু মিয়া (৫৫), আয়শা বেগম (১৮) ও রাশেদা বেগম (১৬)।
স্থানীয় সূত্রে জানা যায়, কুপিয়ে আহত করার অভিযোগে একই গ্রামের আব্দুল হাসিমের ছেলে কয়েস মিয়া (৪০) ও তার ভাই শামীম আহমদের (৩৫) বিরুদ্ধে থানায় অভিযোগ করা করা হয়েছে।
জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় চক্রবর্তী বলেন, এ বিষয়ে অভিযোগ (মামলা নম্বর-১৪) পেয়েছি। আসামি কয়েস মিয়াকে (৪০) গ্রেপ্তার করা হয়েছে। আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
আরসি-১১