কানাইঘাটে সড়ক দুর্ঘটনায় নিহত এক

কানাইঘাট প্রতিনিধি


নভেম্বর ০১, ২০২১
০২:৪৮ পূর্বাহ্ন


আপডেট : নভেম্বর ০১, ২০২১
০৩:০৬ পূর্বাহ্ন



কানাইঘাটে সড়ক দুর্ঘটনায় নিহত এক

সিলেটের কানাইঘাটে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় শরিফ উদ্দিন নামে একজন নিহত হয়েছেন। তিনি উপজেলার ছোটদেশ উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী বলে জানা গেছে। আজ রবিবার (৩১ অক্টোবর) বেলা ২ টার দিকে এই দুর্ঘটনা ঘটে। 

স্থানীয় সূত্রে জানা গেছে, মোটরসাইকেলে তিনি উপজেলার দিঘীরপার ইউনিয়নে এক আত্মীয়ের বাড়িতে বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিলেন। শরিফ উদ্দিনের সঙ্গে থাকা নেওয়াজ শরিফ মোটর সাইকেল চালিয়ে যাওয়ার সময় জকিগঞ্জ-সিলেট সড়কের কানাইঘাট সড়কের বাজার ঈদগাহ মাদ্রাসার সামনে বাইসাইকেল আরোহী একজনকে বাঁচাতে গিয়ে তাদের মোটর সাইকেলটি উল্টে গিয়ে রাস্তার পাশে পড়ে যায়। এতে মোটর সাইকেলটি দুমড়ে মুচড়ে গিয়ে শরিফ উদ্দিন সড়কের পাশে ছিটকে পড়ে মাথায় প্রচন্ড আঘাত পেয়ে গুরতর আহত হন।   

দুর্ঘটনাটি দেখে আশপাশের এলাকা থেকে লোকজন এসে তাৎক্ষনিক আহত শরিফ উদ্দিন ও তার সঙ্গে থাকা নেওয়াজ শরিফকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। অফিস সহকারী শরিফ উদ্দিনের আঘাত গুরুতর হওয়ায় তাকে সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। খবর পেয়ে কানাইঘাট থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল ইসলাম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত শরিফ উদ্দিনের লাশ ময়না তদন্তের জন্য সিওমেক হাসপাতালে রাখা হয়েছে।

এদিকে নিহত শরিফ উদ্দিন স্কুলের অফিস সহকারী হলেও তিনি নিয়মিত বিভিন্ন শ্রেণির ক্লাস নিতেন। এজন্য এলাকায় তিনি শরিফ স্যার হিসেবে পরিচিত ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৩ বছর। তিনি এক ছেলে সন্তান রেখে গেছেন।

আরসি-১৩