সিলেটে জাসদের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

সিলেট মিরর ডেস্ক


নভেম্বর ০১, ২০২১
০৩:২৯ পূর্বাহ্ন


আপডেট : নভেম্বর ০১, ২০২১
০৩:২৯ পূর্বাহ্ন



সিলেটে জাসদের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

বাংলাদেশের স্বাধীনতার ৫০বছর পূর্তি ও জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদের) ৪৯তম পূর্তিতে দিনব্যাপী নানা কর্মসূচি পালন করেছে জাসদ সিলেটে জেলা ও মহানগর শাখা।

আজ রবিবার (৩১ অক্টোবর) সকাল ১১টায় সংগঠনের কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধার্ঘ অর্পণ করা হয়।

এদিকে বিকেল ৩টায় সিলেট কেন্দ্রীয় শহিদ মিনার থেকে বর্ণাঢ্য মিছিল বের হয়ে নগরের বিভিন্ন পয়েন্ট প্রদক্ষিণ করে বিকেল ৪টায় সিলেট জেলা পরিষদ অডিটোরিয়ামে পূর্নমিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সিলেট জেলা জাসদের সভাপতি লোকমান আহমদের সভাপতিত্বে ও মহানগর জাসদের সাধারণ সম্পাদক গিয়াস আহমদের পরিচালনায় বক্তব্য দেন, জেলা জাসদের সাধারণ সম্পাদক কিবরিয়া চৌধুরী, সহসভাপতি মজির উদ্দিন আনসার, সহসভাপতি সৈয়দ আনসার আলী, মহিউদ্দিন আহমদ, আব্দুদ দাইয়ান, সুকান্ত ভট্টাচার্য, ফরিদ মিয়া, খসরু মিয়া, মহানগর শাখার নেতা সাইফুল ইসলাম, আমিরুল ইসলাম চৌধুরী, তোবারক হোসেন, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ওয়ালী সোহান চৌধুরী, রাজবাড়ী জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি বিশ্বজিত প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, ‘দেশে ধর্মান্ধদের আক্রমণের পুনরাবৃত্তি ঠেকাতে হলে অসা¤প্রদায়িক সরকারের অগ্রযাত্রা অব্যাহত রাখতে হবে। এ ক্ষেত্রে অসাম্প্রদায়িক প্রশাসন দরকার। একটি অসাম্প্রদায়িক রাজনৈতিক অঙ্গন, দল ও সংবিধান দরকার। এই জিনিসগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

বক্তারা আরও বলেন, ‘বিএনপি যতদিন ধর্মান্ধদের মাথার ওপর ছাতা ধরে রাখবে, ততদিন উগ্রবাদীদের আক্রমণের শঙ্কা থেকেই যাবে। বাংলাদেশও হুমকির মুখে থাকবে। এই ধর্মান্ধ চক্রের একটা সংযোগ আছে। এদের সম্পৃক্ততা আছে রাজাকারের সঙ্গে, জামায়াতে ইসলামীর সঙ্গে, পাকিস্তানপন্থীর সঙ্গে এবং সর্বশেষ এই ধর্মান্ধ চক্রান্তের রাজনৈতিক সম্পর্ক আছে বিএনপির সঙ্গে।’

একই দিন জাসদের ৪৯ বছর পূর্তিতে জাসদ ছাত্রলীগের উদ্যোগে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে দুপুর ১২টায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়।

আরসি-১৬