সিলেট মিরর ডেস্ক
নভেম্বর ০১, ২০২১
০৭:২৯ পূর্বাহ্ন
আপডেট : নভেম্বর ০১, ২০২১
০৭:২৯ পূর্বাহ্ন
ভারতীয় ডেপুটি হাই কমিশনার ড. বিনয় জর্জের সঙ্গে সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতিমন্ডলীর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপশহরের একটি হোটেলে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় ডেপুটি হাই কমিশনার ড. বিনয় জর্জ বলেন, ‘বাংলাদেশ ও ভারতের বাণিজ্যিক সম্পর্ক অত্যন্ত শক্তিশালী। এই সম্পর্ককে ভবিষ্যতে আরও জোরদার করতে কাজ করতে হবে।’
তিনি কয়লা আমদানিতে বিরাজমান সমস্যাবলীসহ আমদানি-রপ্তানি খাতের বাঁধাসমূহ দূরীকরণে সহযোগিতার আশ্বাস দেন।
সিলেট চেম্বারের সভাপতি আবু তাহের মো. শোয়েব সিলেটের ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় মিলিত হওয়ার জন্য ভারতের ডেপুটি হাই কমিশনারকে ধন্যবাদ জানান। তিনি সিলেটের বিভিন্ন সম্ভাবনার কথা তুলে ধরেন এবং দ্বি-পাক্ষিক ব্যবসা-বাণিজ্যের উন্নয়নে একত্রে কাজ করা প্রতিশ্রুতি ব্যক্ত করেন। সভায় চেম্বার নেতৃবৃন্দ আমদানি-রপ্তানি খাতে বিরাজমান বিভিন্ন সমস্যাবলী তুলে ধরেন এবং তা নিরসনে ভারতীয় দূতাবাসের সহযোগিতা কামনা করেন।
সভায় বক্তব্য দেন, ভারতীয় সহকারী হাই কমিশনার নিরাজ কুমার জসওয়াল, কমার্শিয়াল এটাচি সঞ্জীব কুমার, সিলেট চেম্বারের সিনিয়র সহসভাপতি চন্দন সাহা, সহসভাপতি তাহমিন আহমদ, সিলেট ক্লাবের সাবেক সভাপতি হাসিন আহমদ, সিলেট চেম্বারের সহকারী সচিব সানু উদ্দিন রুবেল প্রমুখ।
আরসি-০৭