শাবিপ্রবি প্রতিনিধি
নভেম্বর ০১, ২০২১
০৪:২২ অপরাহ্ন
আপডেট : নভেম্বর ০১, ২০২১
০৪:২২ অপরাহ্ন
গুচ্ছভুক্ত ২০টি সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি (জিএসটি) বিশ্ববিদ্যালয়ের 'সি' ইউনিটের ভর্তি পরীক্ষা সোমবার (১ নভেম্বর)। এতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবির) কেন্দ্রে অংশ নিচ্ছেন ৮৬৭ পরীক্ষার্থী।
আজ সোমবার (১ নভেম্বর) দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. আলমগীর কবীর বলেন, গুচ্ছ ভর্তি পরীক্ষা সম্পন্ন হচ্ছে সোমবার (১ নভেম্বর)। আমরা আগের পরীক্ষাগুলো কোন ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাড়া সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পেরেছি।
তিনি বলেন, আজকের 'সি' ইউনিটের পরীক্ষা সম্পন্ন করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট সকলে সতর্ক আছি। ডিজিটাল জালিয়াতি ঠেকাতে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। এছাড়া পরীক্ষায় সব ধরণের ইলেক্ট্রিক ডিভাইস সংবলিত ঘড়ি, ক্যালকুলেটর, মোবাইলসহ বিভিন্ন ডিভাইস নিষিদ্ধি করা হয়েছে।’
এছাড়া, গত ১৭ অক্টোবর বিজ্ঞান বিভাগের 'এ' ইউনিটে ৪ হাজার ৩৮১জন, ২৪ অক্টোবর মানবিক বিভাগের ‘বি’ ইউনিটে ১ হাজার ৮৬১ জন শিক্ষার্থী শাবিপ্রবির কেন্দ্রে অংশ নেন।
এনএইচ/আরসি-১১