নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধি
নভেম্বর ০১, ২০২১
০৪:৩৯ অপরাহ্ন
আপডেট : নভেম্বর ০১, ২০২১
০৪:৩৯ অপরাহ্ন
সিলেটে পৃথক সড়ক দুর্ঘটনায় প্রবাসী ও শিশুসহ তিনজনের মৃত্যু হয়েছে। রবিবার (১ নভেম্বর) সড়ক দুর্ঘটনায় কোম্পানীগঞ্জে এক শিশু, কানাইঘাটে বৃদ্ধ ও রাজনগর উপজেলায় এক প্রবাসীর মৃত্যু হয়।
সিলেট মিররের কোম্পানীগঞ্জ প্রতিনিধি জানান উপজেলার ভোলাগঞ্জের বঙ্গবন্ধু মহাসড়কে বিআরটিসি বাসের ধাক্কায় রিমা খাতুন (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার বিকেল ৪টায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রিমা ছাতক উপজেলার সিমছাপুর গ্রামের মৃত সম্রাজ আলীর মেয়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সিলেট থেকে ভোলাগঞ্জ দশনম্বরগামী বিআরটিসি দ্বিতল বাস বেপরোয়া গতিতে আসছিল। এ সময় শিশু রিমা রাস্তা পার হয়ে পশ্চিমপাশ থেকে পূর্বপাশে যাওয়ার সময় বেপরোয়া বাসের চাকায় পিষ্ট হয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) ফয়েজ আহাম্মদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে সেখানে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।’
কানাইঘাট প্রতিনিধি জানান, উপজেলায় সড়ক দুর্ঘটনায় শরিফ উদ্দিন নামে একজন নিহত হয়েছেন। তিনি উপজেলার ছোটদেশ উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী বলে জানা গেছে। রবিবার বেলা ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, মোটরসাইকেলে তিনি উপজেলার দিঘীরপার ইউনিয়নে এক আত্মীয়ের বাড়িতে বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিলেন। শরিফ উদ্দিনের সঙ্গে থাকা নেওয়াজ শরিফ মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় জকিগঞ্জ-সিলেট সড়কের কানাইঘাট সড়কের বাজার ঈদগাহ মাদরাসার সামনে বাইসাইকেল আরোহী একজনকে বাঁচাতে গিয়ে তাদের মোটরসাইকেলটি উল্টে গিয়ে রাস্তার পাশে পড়ে যায়। এতে শরিফ উদ্দিন সড়কের পাশে ছিটকে পড়ে মাথায় প্রচন্ড আঘাত পেয়ে গুরুতর আহত হন। স্থানীয়রা শরিফ উদ্দিন ও তার সঙ্গে থাকা নেওয়াজ শরিফকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অফিস সহকারী শরিফ উদ্দিনের আঘাত গুরুতর হওয়ায় তাকে কর্তব্যরত চিকিৎসক সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। ওসমানী হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
খবর পেয়ে কানাইঘাট থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল ইসলাম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত শরিফ উদ্দিনের লাশ ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে।
রাজনগর প্রতিনিধি জানান, মৌলভীবাজারের রাজনগরে বিআরটিসি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে মো. আইয়ূন আলী (২৮) নামে এক প্রবাসী মারা গেছেন। রবিবার সকালে উপজেলার মুন্সিবাজারের উত্তর খলাগাঁও কবরস্থানের সাইনবোর্ডের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত আইয়ূন আলী উপজেলার মুন্সিবাজার ইউনিয়নের ব্রাহ্মণগাঁও গ্রামের আরব আলীর ছেলে। তিনি এ মাসে সংযুক্ত আরব আমিরাত থেকে দেশে এসেছেন। পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা জানান, ওই প্রবাসীর মোটরসাইকেলের সঙ্গে একটি বিআরটিসি ট্রাকের ধাক্কা লাগে। তখন ঘটনাস্থলেই তিনি মারা যান।
উপজেলা ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, উপজেলার খলাগাঁও কবরস্থান নামক স্থানে রাজনগর সিলেট রোডে এ সড়ক দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার খবর পেয়ে রাজনগর ফায়ার সার্ভিসের লোকজন সকাল সোয়া ৭ টার দিকে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহত ব্যক্তিকে উদ্ধার করে রাজনগর থানা পুলিশের কাছে হস্তান্তর করে।
রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, ময়না তদন্ত ছাড়াই দাফনের অনুমতি চেয়ে পরিবারের পক্ষ থেকে আবেদন করা হয়েছে। পরে দাফনের জন্য পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।
বিএ/আরসি-১২