শাবি প্রতিনিধি
নভেম্বর ০১, ২০২১
০৬:৫০ অপরাহ্ন
আপডেট : নভেম্বর ০১, ২০২১
০৬:৫০ অপরাহ্ন
আন্তঃবিশ্ববিদ্যালয় কর্মচারী ফেডারেশন (আবিকফ)এর ৫৫ সদস্য বিশিষ্ট নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সভাপতি হিসেবে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের কর্মচারী মো. মহিউদ্দিন খন্দকার এবং সাধারণ সম্পাদক হিসেবে বরিশাল বিশ্ববিদ্যালয়ের মো. হাসানুজ্জামান নির্বাচিত হয়েছেন।
সোমবার (১ নভেম্বর) সকালে সংগঠনের পক্ষ থেকে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। এতে বলা হয়, গত শুক্রবার আন্তবিশ্ববিদ্যালয় কর্মচারী ফেডারেশনের কাউন্সিল সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে ৫৫ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
কমিটিতে সহ-সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কর্মচারী সমিতির সভাপতি মো. শাহাজাহান সিরাজ, এবং কর্মচারী ইউনিয়নের সভাপতি মো. ছাদেক আহমদ। এছাড়া সহ-ধর্ম বিষয়ক সম্পাদক পদে মনোনীত হয়েছেন শাবি কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. সালাউদ্দিন বুকসান।
এইচ এন/বি এন-০১