জৈন্তাপুরে ক্বওমী মাদরাসার চুড়ান্ত পরীক্ষায় উত্তীর্ণদের সংবর্ধনা

জৈন্তাপুর প্রতিনিধি


নভেম্বর ০১, ২০২১
০৯:৫২ অপরাহ্ন


আপডেট : নভেম্বর ০১, ২০২১
০৯:৫৪ অপরাহ্ন



জৈন্তাপুরে ক্বওমী মাদরাসার চুড়ান্ত পরীক্ষায় উত্তীর্ণদের সংবর্ধনা

সিলেটের জৈন্তাপুরে ক্বওমী মাদরাসা বোর্ড কর্তৃক ৩টি স্তরের চুড়ান্ত পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে নম্বরের ভিত্তিতে বাছাইকৃতদের শিক্ষার্থীদের স্বীকৃতি স্বরুপ উৎসাহ পুরস্কার ও সংবর্ধনা প্রদান করেছে জৈন্তাপুর ছিকন্দর আলী শিক্ষা ফোরাম।

সোমবার (১ নভেম্বর) বিকাল সাড়ে ৩টায় সমাজসেবী শিক্ষানুরাগী এটিএম বদরুল ইসলামের সভাপতিত্বে ও মাওলানা শিহাব উদ্দিনের পরিচালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি কামাল আহমদ।

প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন শিক্ষানুরাগী, আমেরিকা প্রবাসী, জৈন্তাপুর প্রবাসী গ্রুপের উপনেতা রোটারিয়ান আব্দুল গফ্ফার চৌধুরী খসরু। সাবেক চিকনাগুল ইউপি’র চেয়ারম্যান এবিএম জাকারিয়া, দরবস্ত ইউপি চেয়ারম্যান বাহারুল আলাম বাহার।

সংবর্ধনা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, মাওলানা মুজম্মিল আলী, বিভিন্ন ক্বওমী শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, এলাকার গন্যমান্য মুরব্বীয়ান ও জৈন্তাপুর প্রবাসী গ্রুপের বিভিন্ন দেশে হতে বাংলাদেশে অবস্থানকারী নেতৃবৃন্দরা।

বক্তারা বলেন, স্বাধীনতার পূর্ব হতে বৃহত্তর উত্তর সিলেটে ক্বওমী মাদরাসা শিক্ষাদীক্ষায় বিভিন্ন প্রতিষ্ঠানে বিভিন্ন স্তরে শিক্ষার আলো ছড়িয়ে আসছে। আমরা ক্বওমী মাদরাসার শিক্ষার্থীদের মূল্যয়ন করিনি কখনও। ক্বওমী বিভাগের শিক্ষার্থীরা মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত হয়ে দেশের শিক্ষা বিস্তারে বিশেষ অবদান পালন করে আসছেন। ক্বওমী বিভাগের শিক্ষার্থীদের সম্মান জানাতে জৈন্তাপুর ছিকন্দর আলী শিক্ষা ফোরাম ব্যতিক্রমধর্মী উদ্যোগ গ্রহণ করে।

তারই আলোকে ‘সুন্দর সমাজ বিনিমাণে সকল শিক্ষাই অপরিহার্য’ শ্লোগানে ক্বওমী মাদরাসা বোর্ড কর্তৃক ৩টি স্তরের চুড়ান্ত পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে সেরা মার্কসের ভিত্তিতে শিক্ষার্থীদের স্বীকৃতি স্বরুপ উৎসাহ পুরস্কার ও সংবর্ধনা প্রদান করে। পরে সংবর্ধনা অনুষ্ঠানে অতিথিরা শিক্ষার্থীদের মধ্যে সম্মাননা স্মারক তুলে দেন। 

আর কে/বি এন-০৭