শাবিপ্রবিতে স্বশরীরে ক্লাস শুরু মঙ্গলবার থেকে

শাবিপ্রবি প্রতিনিধি


নভেম্বর ০২, ২০২১
০১:১৮ পূর্বাহ্ন


আপডেট : নভেম্বর ০২, ২০২১
০১:১৮ পূর্বাহ্ন



শাবিপ্রবিতে স্বশরীরে ক্লাস শুরু মঙ্গলবার থেকে

দীর্ঘ ১৯ মাস পর আগামীকাল মঙ্গলবার (২ নভেম্বর) থেকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) স্বশরীরে ক্লাস শুরু হবে। 

আজ সোমবার (১ নভেম্বর) সন্ধ্যায় বিষয়টি সিলেট মিরর অনলাইনকে নিশ্চিত করেন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।

উপাচার্য বলেন, গত ২৫ অক্টোবর আমরা আবাসিক হল সমূহ খুলে দিয়েছি। শিক্ষার্থীরা আগামীকাল ২ নভেম্বর থেকে স্বশরীরে ক্লাস শুরু করবে। তবে ক্যাম্পাসে অবস্থানকালে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। 

তিনি বলেন, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীদের শতভাগ টিকা নিশ্চিত করতে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে। এজন্য তাদেরকে প্রয়োজনীয় তথ্য প্রদান করতে বলা হয়েছে। 

এইচএন/আরসি-২১