গোলাপগঞ্জে জাতীয় যুব দিবস পালিত

গোলাপগঞ্জ প্রতিনিধি


নভেম্বর ০২, ২০২১
০১:২৯ পূর্বাহ্ন


আপডেট : নভেম্বর ০২, ২০২১
০১:২৯ পূর্বাহ্ন



গোলাপগঞ্জে জাতীয় যুব দিবস পালিত

সিলেটের গোলাপগঞ্জে ‘দক্ষ যুব সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় যুব দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আলোচনা সভা, যুব ঋণের চেক ও সনদপত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার (১ নভেম্বর) দুপুর ১২টায় উপজেলা পরিষদের অডিটোরিয়ামে উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর আয়োজিত সভায় উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ আব্দুল আহাদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম কবির।

উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা রণদির দেব নাথের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনসুর আহমদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিক আহমদ, উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আনিসুজ্জামান, গোলাপগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইউনুছ চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক নাজিমুল হক লস্কর, প্রচার ও প্রকাশনা সম্পাদক আলিম উদ্দিন বাবলু।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সদস্য কামাল উদ্দিন, আজমল হোসেন মনি, গোলাপগঞ্জ প্রেসক্লাবের সদস্য ফারহান মাসউদ আফছর, যুব সংগঠক মাখন দাস, জাকির হোসেন, যুব নারী পারভীন বেগম প্রমুখ। 

এসময় প্রশিক্ষণ প্রাপ্ত ৪ যুব উদ্যোক্তাকে দুই লাখ টাকা ঋণ দেওয়া হয়। 

আরসি-২২