কোম্পানীগঞ্জে ইউপি নির্বাচন নৌকার প্রচারে স্বতন্ত্র প্রার্থীর হামলা

কোম্পানিগঞ্জ প্রতিনিধি


নভেম্বর ০২, ২০২১
০১:৪৩ পূর্বাহ্ন


আপডেট : নভেম্বর ০২, ২০২১
০১:৪৪ পূর্বাহ্ন



কোম্পানীগঞ্জে ইউপি নির্বাচন নৌকার প্রচারে স্বতন্ত্র প্রার্থীর হামলা
# সিএনজি চালিত অটোরিকশা ভাঙচুর # সমর্থকদের মারধরের অভিযোগ

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় পূর্ব ইসলামপুর ইউনিয়নের আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী মুুল্লুক হোসনের নির্বাচনী প্রচারে উপজেলা শ্রমিক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক ও স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আলমগীর আলম এবং তার সমর্থকরে বিরুদ্ধে হমালার অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনায় আলমগীর আলমসহ আটজনের নাম উল্লেখ করে কোম্পানীগঞ্জ থানায় অভিযোগ করেছেন মুল্লুক হোসেন।

আজ সোমবার (১ নভেম্বর) বিকেলে নৌকা প্রতিকের চেয়ারম্যান প্রার্থী মুল্লুক হোসেন স্থানীয় সাংবাদিকদের বলেন, আমার নেতাকর্মী ও সমর্থকরা নৌকার প্রচারে স্থানীয় খায়েরগাওঁ গ্রামে গেলে বিএনপি নেতা আলমগীর আলম ও সমর্থকরা বাঁধা দেয়। খায়েরগাওঁ গ্রামটি আলমগীর আলমের নিজ গ্রাম হওয়ায় সে তার লবল সহকারে ওই গ্রামে আমার প্রচারণা (মাইকিং) না করতে হুমকি দেয়। তার বাঁধা উপেক্ষা করে প্রচারণা (মাইকিং) করায় সে ক্ষিপ্ত হয়ে প্রচার কাজে ব্যবহৃত একটি সিএনজি চালিত অটোরিকশা ও ৫ জন নেতাকর্মীকে আহত করে। 

এ ঘটনায় সোমবার রাতে কোম্পানীগঞ্জ থানার স্বতন্ত্র প্রার্থী আলমগীর আলমসহ আট জনের নাম উল্লেখ্য করে এবং ১২০/১৩০ জনকে অজ্ঞাত আসামী করে মুল্লুক হোসেন মামলা দায়ের করেন। 

থানার অভিযোগ সূত্রে জানা যায়, ঘটনার দিন আওয়ামীলীগের সমর্থিত নৌকার প্রার্থীর প্রচারণার জন্য একটি সিএনজি চালিত অটোরিকশা যোগে দু’টি মাইকসহ ৫ জন সমর্থক খায়েরগাওঁ গ্রামে যান। বিকেলে হঠাৎ আলমগীর আলম ও তার সমর্থকেরা প্রচারণা চালাতে বাঁধা নে। তাদের বাঁধা উপেক্ষা করে প্রচারণা চালানো হলে সিএনজি চালিত অটোরিকশা ও দুটি মাইক ভাঙচুর করে সিএনজিতে থাকা দুই শতাধিক বড় পোস্টার ও পাচঁ শতাধিক লিফলেট ছিনিয়ে নিয়ে যান। নৌকা মার্কার প্রচারণার কাজে থাকা কয়েক জন সমর্থককে মারধোর করা হয়েছে বলেও উল্লেখ করা হয় ওই অভিযোগে। 

এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) ফয়েজ আহমেদ সিলেট মিররকে বলেন, কোম্পানীগঞ্জ উপজেলায় প্রতিটি ইউনিয়নে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি শান্তিপূর্ণ ভাবে নির্বাচন সম্পন্ন করতে। এ বিষয়ে অভিযোগ পাওয়ার পর থেকেই তদন্ত চলছে।

স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আলমগীর আলম এ ঘটনা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট দাবি করে বলেন, আমার জনপ্রিয়তায় হিংসাত্মক হয়ে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী নিজেরাই এসব ঘটনা ঘটিয়ে আমার উপর দায় দিতে যাচ্ছে।

কেএ/বিএ/আরসি-২৩