কমলগঞ্জে নারী উন্নয়ন ফোরামের মানববন্ধন

কমলগঞ্জ প্রতিনিধি


নভেম্বর ০২, ২০২১
০৩:২৬ পূর্বাহ্ন


আপডেট : নভেম্বর ০২, ২০২১
০৩:২৬ পূর্বাহ্ন



কমলগঞ্জে নারী উন্নয়ন ফোরামের মানববন্ধন

গণপ্রতিনিধিত্ব আদেশ (RPO) অনুযায়ী বিভিন্ন রাজনৈতিক দলের সh পর্যায়ের কমিটিতে শতকরা ৩৩ ভাগ নারীদের অন্তর্ভূক্ত করার দাবিতে মৌলভীবাজারের কমলগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার (১ নভেম্বর) সকাল ১১টায় কমলগঞ্জ উপজেলা নারী উন্নয়ন ফোরামের আয়োজনে ও প্রিপ ট্রাস্ট, অপরাজিতা প্রকল্পের সহযোগিতায় উপজেলা পরিষদ প্রাঙ্গনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

কমলগঞ্জ উপজেলা প্রিপ ট্রাস্ট, অপরাজিতা প্রকল্পের সমন্বয়কারী গোলাম রাব্বানীর সঞ্চালনায় মানববন্ধন অনুষ্ঠানে বক্তব্য দেন কমলগঞ্জ উপজেলা নারী উন্নয়ন ফোরামের সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, সংরক্ষিত ইউপি সদস্য মনিকা রায়, রেহেনা বেগম, সন্ধ্যা রানী পাল, সুফিয়া বেগম, অপরাজিতা সামিনা আক্তার, জলি বেগম, শেলী বেগম প্রমুখ।

মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়।

এসডি/আরসি-২৭