নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ০২, ২০২১
০৮:২৩ পূর্বাহ্ন
আপডেট : নভেম্বর ০২, ২০২১
০৮:২৩ পূর্বাহ্ন
সিলেটের বিভাগীয় কমিশনার মো. খলিলুর রহমান বলেছেন, ‘যুবরাই দেশের প্রাণশক্তি। দেশের উন্নয়ন ও অগ্রগতিতে তারা অগ্রণী ভূমিকা পালন করছেন।’
সোমবার (১ নভেম্বর) বেলা ১১টায় জেলা পরিষদের হলরুমে জাতীয় যুব দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর সিলেটের যৌথ উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন, সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহমেদ পিপিএম, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন।
সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আজহারুল কবিরের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন, সফল আত্মকর্মীদের পক্ষে উদ্যোক্তা বিউটি বর্মন, যুব সংগঠকদের পক্ষে শাকিল আহমদ শিকদার। স্বাগত বক্তব্য দেন, যুব উন্নয়ন অধিদপ্তর সিলেটর উপপরিচালক মো. মিজানুর রহমান। অনুষ্ঠানে সিলেটের ১৮ জনকে প্রশিক্ষণ সনদপত্র এবং চারজন উদ্যোক্তাকে যুব ঋণের চেক প্রদান করা হয়।
আরসি-০৪