জুড়ীতে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

জুড়ী প্রতিনিধি


নভেম্বর ০২, ২০২১
১০:০১ অপরাহ্ন


আপডেট : নভেম্বর ০২, ২০২১
১০:০১ অপরাহ্ন



জুড়ীতে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলায় রবি ২০২১-২০২২ মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় সরিষা, সূর্যমুখী, গম, ভুট্টা, শীতকালীন পেঁয়াজ ও গ্রীষ্মকালীন মুগ ফসল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২ নভেম্বর) সকাল ১১ টায় উপজেলা সভাকক্ষে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সোনিয়া সুলতানা। 

এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রঞ্জিতা শর্মা, সহকারী কমিশনার (ভূমি) রতন কুমার অধিকারী। 

স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মুহাম্মদ জসিম উদ্দিন। 

এছাড়াও উপস্থিত ছিলেন সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার গোবিন্দ চন্দ্র দে, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার আজিজুল ইসলাম খাঁন, আওয়ামীলীগ নেতা এম এ সালাম। কৃষকদের মধ্যে উপস্থিত ছিলেন মইনুল ইসলাম, কবির আহমেদ, ফাতেমা আক্তার, রামচরণ কৈরী।

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মুহাম্মদ জসিম উদ্দিন বলেন, উপজেলায় রবি ২০২১/২২ মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় সরিষা, সূর্যমুখী, গম, ভুট্টা, শীতকালীন পেঁয়াজ ও গ্রীষ্মকালীন মুগ ফসল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক ৯৫৫ জন কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

এইচ আর/বি এন-০৮