জৈন্তাপুরে আ.লীগের চেয়ারম্যান প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল

জৈন্তাপুর প্রতিনিধি


নভেম্বর ০২, ২০২১
১০:১৬ অপরাহ্ন


আপডেট : নভেম্বর ০২, ২০২১
১০:১৮ অপরাহ্ন



জৈন্তাপুরে আ.লীগের চেয়ারম্যান প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল

জৈন্তাপুরে ৫ ইউপিতে আ.লীগের চেয়ারম্যান প্রার্থীদের নিয়ে জেলা আ.লীগ নেতৃবৃন্দের মনোনয়ন দাখিল করেছেন। 

২৮ নভেম্বর জৈন্তাপুর উপজেলার ৫টি ইউপিতে নির্বাচন কে সামনে রেখে মঙ্গলবার ( ২ নভেম্বর)  সকাল থেকে বিকাল ৩টা পর্যন্ত জৈন্তাপুর উপজেলা ৫টি ইউপি’র আ.লীগ মনোনিত প্রার্থীরা কর্মী সমর্থক নিয়ে উপজেলা চত্ত্বরে অবস্থান করেন।

দুপুর ২টায় সিলেট জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ শফিকুর রহমান চৌধুরী ও সিলেট জেলা আ.লীগের সাধারণ সম্পাদক এ্যাডভেকেট নাছির উদ্দিন আহমদ, ও সিলেট সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ জৈন্তাপুরে এসে পৌছেন।

বিকাল ৩টায় একযোগে প্রথমে জৈন্তাপুর ইউপি’র আব্দুর রাজ্জাক রাজা, চারিকাটা ইউপি’র সিরাজুল ইসলাম ও দরবস্ত ইউপি’র কতুব উদ্দিনকে নিয়ে উপজেলা নির্বাচনী কর্মকর্তার কার্যালয়ে ৩টি মনোনয়ন পত্র দাখিল করেন। ফতেপুর রফিক আহমদ ও চিকনাগুল ইউপি’র কামরুজ্জামান চৌধুরী কে নিয়ে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তার কার্যলয়ে মনোনয়ন পত্র দাখিল করেন।

অপরদিকে সকাল ১১টা থেকে মনোনয়ন পত্র দাখিলের শেষ সময়ে বিভিন্ন ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আলমগীর হোসেন, আব্দুল আহাদ, ফখরুল ইসলাম ও হোসেন আহমদ মোটর শোভাযাত্রা সহ নিজ নিজ মনোনয়ন পত্র দাখিল করেন ।

আর কে/বি এন-১০