‘সিলেটে হোল্ডিং ট্যাক্স বাড়ানোর সিদ্ধান্ত গণবিরোধী’

নিজস্ব প্রতিবেদক


নভেম্বর ০৩, ২০২১
০৩:২২ পূর্বাহ্ন


আপডেট : নভেম্বর ০৩, ২০২১
০৩:২২ পূর্বাহ্ন



‘সিলেটে হোল্ডিং ট্যাক্স বাড়ানোর সিদ্ধান্ত গণবিরোধী’

সিলেট সিটি করপোরেশনের হোল্ডিং ট্যাক্স বাড়ানোর সিদ্ধান্ত গণবিরোধী বলে মন্তব্য করেছেন জেলা বাসদ নেতৃবৃন্দ। অবিলম্বে এই সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়েছেন দলটির নেতৃবৃন্দ।

আজ মঙ্গলবার (২ নভেম্বর) বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ সিলেট জেলা শাখার উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিকেল সাড়ে চারটায় নগরের আম্বরখানায় দলীয় কার্যালয়ের সামনে  মানববন্ধন আয়োজিত হয়।

জেলা সমন্বয়ক আবু জাফরের সভাপতিত্বে ও জেলা নেতা জুবায়ের আহমদ চৌধুরী সুমনের পরিচালনায় সমাবেশে উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন, শফিকুল ইসলাম কাজল, কুরবান আলী, সরোজ আলী, খোকন, রজব আহমদ, মনজুর আহমদ প্রমুখ।

সমাবেশে সিলেট জেলা বাসদ আবু জাফর বলেন, ‘করোনা মহামারীতে অর্থনৈতিকভাবে বিপর্যস্থ সাধারণ মানুষ। মানুষ কাজ হারিয়েছে। বেশিরভাগ মানুষের আয় কমে গেছে। সংসার চালাতে মানুষ হিমশিম খাচ্ছে। এ সময়ে সিলেট সিটি করপোরেশনের হোল্ডিং ট্যাক্স বাড়ানোর সিদ্ধান্ত সম্পূর্ণ অযৌক্তিক ও গণবিরোধী।’

তিনি আরও বলেন, ‘সিটি করপোরেশন একটি সেবাদানকারী প্রতিষ্ঠান। সরকারি প্রতিষ্ঠানসমূহে করোনাকালীন ব্যয় সংকোচনের জন্য সরকারের নির্দেশনা রয়েছে। ঠিক এ সময়ে সেবা ও উন্নয়ন কাজ তরাম্বিত করার নামে হোল্ডিং ট্যাক্স বাড়ানোর সিদ্ধান্ত অমানবিক।’

এর দায় সিসিক মেয়রের উপর চাপিয়ে তিনি বলেন, ‘হোল্ডিং ট্যাক্স-পানির মূল্য বৃদ্ধির গণবিরোধি সিদ্ধান্ত কিংবা জলাবদ্ধতা, যানজট, বিশুদ্ধ পানি সংকট সমাধানে ব্যর্থতার দায় সিটি করপোরেশন প্রধান হিসেবে মেয়র এড়াতে পারেন না।’

তিনি আরও বলেন, ‘করোনার সময়ে কাজ হারিয়ে কোনোমতে ব্যাটারিচালিত যানবাহন চালিয়ে জীবন-জীবিকা নির্বাহ করছে শ্রমজীবী মানুষ। এসব বাহনে সাশ্রয়ী ভাড়ার কারণে সাধারণ মানুষও সেবা নিচ্ছেন। কিন্তু, নানা অজুহাতে বিভিন্ন সময়ে সিসিক এসব শ্রমিকদের উচ্ছেদের আয়োজন করেছে।’ ব্যাটারিচালিত রিকশা বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানান আবু জাফর।

এসএইচ/আরসি-১৪