সিলেটের জেলা প্রশাসকের পিতার মৃত্যু, বিভিন্ন মহলের শোক

নিজস্ব প্রতিবেদক


নভেম্বর ০৩, ২০২১
০৭:৩১ পূর্বাহ্ন


আপডেট : নভেম্বর ০৩, ২০২১
০৭:৩১ পূর্বাহ্ন



সিলেটের জেলা প্রশাসকের পিতার মৃত্যু, বিভিন্ন মহলের শোক

সিলেটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এম. কাজী এমদাদুল ইসলামের পিতা এম কাজী ইউনুছ আলী মৃত্যুবরণ করেছেন। মঙ্গলবার (২ নভেম্বর) সকাল ১১টায় এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর। তিনি স্ত্রী, তিন ছেলে ও চার মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

এদিকে, মঙ্গলবার বাদ জোহর সিলেট কালেক্টরেট মসজিদ প্রাঙ্গণে মরহুমের প্রথম দফা জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে তার মরদেহ গ্রামের বাড়ি সাতক্ষীরা জেলার তালা উপজেলার শিক্ষকপাড়ায় নিয়ে যাওয়া হয়। সেখানে দ্বিতীয় দফা জানাজার নামাজ শেষে বুধবার তাকে দাফন করার কথা রয়েছে।

সিলেট মহানগর আওয়ামী লীগের শোক: এম কাজী এমদাদুল ইসলামের পিতা এম কাজী ইউনুছ আলী মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সিলেট মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ। এক শোকবার্তায় মহানগর আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক অধ্যাপক মো. জাকির হোসেন তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

সিলেট প্রেসক্লাব: এম কাজী এমদাদুল ইসলামের পিতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিলেট প্রেসক্লাব নেতৃবৃন্দ। ক্লাব সভাপতি ইকবাল সিদ্দিকী ও সাধারণ সম্পাদক আব্দুর রশিদ মো. রেনু এক শোকবার্তায় মরহুমের রুহের মাগফিরাত কামনা করে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন, ‘কাজী ইউনুছ আলী মহান শিক্ষকতা পেশায় জড়িত থেকে সমাজে শিক্ষার আলো ছড়িয়েছেন। যে আলো তিনি বেঁচে থাকবেন যুগ যুগ ধরে। একজন বাবা হিসেবেও তিনি ছিলেন সফল। তার সন্তানেরা প্রশাসনসহ বিভিন্ন স্তরে মর্যাদার আসনে রয়েছেন।’

সিলেট চেম্বার: শোকপ্রকাশ করেছেন দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালনা পরিষদের সভাপতি আবু তাহের মো. শোয়েব, সিনিয়র সহসভাপতি চন্দন সাহা ও সহসভাপতি তাহমিন আহমদ। শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যগণের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

সিলেট মেট্রোপলিটন চেম্বার: সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এসএমসিসিআই) পরিচালনা পরিষদ নেতৃবৃন্দ শোকপ্রকাশ করেছেন। এক শোকবার্তায় এসএমসিসিআই সভাপতি আফজাল রশীদ চৌধুরী, সহসভাপতি আব্দুল জব্বার জলিল ও মাওলানা খায়রুল হোসেন গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন। শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

আরসি-০৪