১৯ মাস পর শাবিপ্রবিতে সশরীরে ক্লাস শুরু

শাবি প্রতিনিধি


নভেম্বর ০৩, ২০২১
০৬:৩১ অপরাহ্ন


আপডেট : নভেম্বর ০৩, ২০২১
০৬:৪২ অপরাহ্ন



১৯ মাস পর শাবিপ্রবিতে সশরীরে ক্লাস শুরু

দীর্ঘ ১৯ মাস পর গতকাল মঙ্গলবার (২ নভেম্বর) শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) সশরীরে ক্লাস কার্যক্রম শুরু হয়েছে। এদিন শিক্ষক-শিক্ষার্থীরা স্বাস্থ্যবিধি মেনে মুখে মাস্ক পরে ক্লাস কার্যক্রম শুরু করেছেন।

এর আগে গত ২৫ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল সমূহ খুলে দিয়েছে প্রশাসন।

দীর্ঘদিন পর ক্লাসে ফেরার অনুভূতি প্রকাশ করে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী রাকিবুল আহসান বলেন, দীর্ঘদির পর ক্লাসে ফিরতে পেরে অনেক খুলে। লাগছে। অনিশ্চিত একটা জীবন ফিরে আবারো আগের মতো বন্ধু-বান্ধব, ক্লাস, ক্যাম্পাস, আড্ডা সবকিছু ফিরে পেয়ে অনেক আনন্দ লাগছে।

পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী সিনথিয়া আফরোজা বলেন, আজকের দিনটা আমার কাছে ঈদের মতো লাগছে। সবাইকে ফিরে পেয়ে আরেকটি নতুন অধ্যায়ের সূচনা হল। সবাইকে সাথে নিয়ে আবারো গল্প, আড্ডা, ঘুরাঘুরি হবে চিন্তা করলে অন্যরকম ভালোলাগা কাজ করে। মনে হচ্ছে আবারও নতুনভাবে বিশ্ববিদ্যালয়ের জীবন শুরু করছি।

সার্বিক বিষয়ে উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, গত ২৫ অক্টোবর আমরা আবাসিক হল সমূহ খুলে দিয়েছি। শিক্ষার্থীরা ২ নভেম্বর থেকে সশরীরে ক্লাস শুরু করেছে। তবে ক্যাম্পাসে অবস্থান কালীন সময়ে সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান থাকবে।

তিনি বলেন, ইতিমধ্যে অনলাইনে আমাদের শিক্ষার্থীদের দুই সেমিস্টারের ক্লাস, পরীক্ষা সম্পন্ন করতে পেরেছি। এটি আমাদের জন্য অত্যন্ত আনন্দের। এজন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীর অনেক প্রচেষ্টা ছিল, অন্যথায় এগুলো সম্ভব ছিলো না। এখন যেহেতু সরাসরি ক্লাস কার্যক্রম শুরু হয়েছে, চেষ্টা করবো করোনার গ্যাপটা কিছুটা হলেও পূরণ করতে। আশাকরি এখন থেকে সব পরীক্ষা, ক্লাস সঠিক সময়ে অনুষ্ঠিত হবে।

উপাচার্য বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ের বেশির শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী টিকার আওতায় এসেছ। তবুও শতভাগ টিকা নিশ্চিত করতে যাদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নেই তাদের জন্য পরিচয়পত্র নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে। এজন্য তাদেরকে ৪ নভেম্বরের মধ্যে প্রয়োজনীয় তথ্য প্রদান করতে বলা হয়েছে।

এইচ এন/বি এন-০৩