সামিয়া চৌধুরী আউট, শাম্মী আক্তার ইন

নিজস্ব প্রতিবেদক


নভেম্বর ০৩, ২০২১
০৭:১৫ অপরাহ্ন


আপডেট : নভেম্বর ০৩, ২০২১
১১:২১ অপরাহ্ন



সামিয়া চৌধুরী আউট, শাম্মী আক্তার ইন
সিলেট বিভাগীয় মহিলা দলের টীম লিডার বদল


জাতীয়তাবাদী মহিলা দলের কার্যক্রম সাংগঠনিক গতিশীল করতে দেশের প্রতিটি বিভাগে বিভাগীয় টীম গঠন করেছে কেন্দ্রীয় কমিটি। এরই অংশ হিসেবে সিলেট বিভাগীয় টীম গঠন হয়েছে। কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি সামিয়া চৌধুরীকে প্রধান করে সোমবার (১ নভেম্বর) সিলেট বিভাগীয় টীম গঠন করা হয়। মহিলাদল কেন্দ্রীয় কমিটির সভাপতি আফরোজা আব্বাস ও সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ স্বাক্ষরিতপত্রে বিষয়টি নিশ্চিত করা হয়। ওই কমিটির ১ নম্বর সদস্য ছিলেন কেন্দ্রীয় কমিটির ১ম যুগ্ম-সম্পাদক সাবেক সংসদ সদস্য শাম্মি আক্তার। 


এই কমিটি ঘোষণার একদিন পর বদলে যায় টিম লিডার। পরের দিন মঙ্গলবার (২ নভেম্বর) মহিলা দল কেন্দ্রীয় কমিটির সভাপতি আফরোজা আব্বাস ও সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ স্বাক্ষরিত পত্রে সামিয়া চৌধুরীর বদলে শাম্মি আক্তারকে টিম লিডার করা হয়। 

বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৬ সদস্য বিশিষ্ট বিভাগীয় সাংগঠনিক টীমের সদস্যরা হচ্ছে সামিয়া চৌধুরী, অ্যাডভোকেট রোকশানা বেগম শাহনাজ, হাদিয়া চৌধুরী মুন্নী, আমেনা বেগম রুমি ও পাপিয়া চৌধুরী।

এএন/০১