নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ০৪, ২০২১
০২:৫২ পূর্বাহ্ন
আপডেট : নভেম্বর ০৪, ২০২১
০২:৫২ পূর্বাহ্ন
সিলেটে ভোজনবাড়ি রেস্টুরেন্ট থেকে পঁচা-বাসি, দুর্গন্ধযুক্ত ও মেয়াদ উত্তীর্ণ খাবার পাওয়ার ঘটনায় দি সিলেট চেম্বার অব কর্মাস অ্যান্ড ইন্ড্রাস্টির সভাপতি এটিএম সুয়েবসহ ১৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। এছাড়া অভিযানের সময় আটক ৩ জনকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, রেস্টুরেন্ট কর্তৃপক্ষ বিশ্বনাথ থানা এলাকার মৃত সোনাফর আলীর ছেলে মো. তোরাব আলী, রেস্টুরেন্ট ম্যানেজার নগরের লামাবাজার এলাকার মৃত গিরিন্দ্র চন্দ্র পালের ছেলে শুভ চন্দ্র পাল এবং রেস্টুরেন্টের সুপারভাইজার সুনামগঞ্জের জগন্নাথপুর থানা এলাকার মৃত আফরোজ আলীর ছেলে সৈয়দ মহদ্দিস আলী।
আজ বুধবার (৩ নভেম্বর) আদালতে সোপর্দ করা হয়। এর আগে গত মঙ্গলবার রাতে নগরের কোতোয়ালি থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেন র্যাবের এক কর্মকর্তা।
এছাড়াও মামলায় আসামি করা হয়েছে, শাহজালাল উপশহরের মৃত আব্দুল মুমিন চৌধুরীর ছেলে মো. ঝুনু চৌধুরী, সুনামগঞ্জের দিরাই উপজেলার সাকিতপুর গ্রামের মৃত সাফর আহমদ চৌধুরীর ছেলে মো. লুৎফুর রহমান চৌধুরী, জিন্দাবাজার কাজী ইলিয়াছ এলাকার মৃত শামসুর রহমানের ছেলে সিলেট চেম্বারের সভাপতি এ টি এম শোয়েব, বিশ্বনাথ উপজেলার অলংকারী গ্রামের মৃত সৈয়দ মিয়ার ছেলে মো. লিলু মিয়া, জগন্নাথপুর উপজেলার সিলিমপুর গ্রামের আব্দুল মতিনের ছেলে মো. কবির আহমদ, সিলেট নগরের আখালিয়া এলাকার বাসিন্দা ছুফি মিয়ার ছেলে মো. সুজেল আহমদ তালুকদার, নগরের ওসমানী মেডিকেল এলাকার বাসিন্দা মৃত সুধির দেবের ছেলে শিপন দেব, লামাবাজার বিলপার এলাকার বাসিন্দা মৃত নলিনী কান্ত দেবের ছেলে অ্যাডভোকেট নিলেন্দু দেব, পশ্চিম সুবিদবাজার এলাকার বাসিন্দা ছাদিক মিয়ার ছেলে ইফতেখারুল আলম রুম্মান, নগরের রায়নগর এলাকার বাসিন্দা শাহ বদরুদ্দোজা চৌধুরীর ছেলে শাহ কয়েছ চৌধুরী।
র্যাব সূত্রে জানা গেছে, গ্রেপ্তার আসামিরা অস্বাস্থ্যকর পরিবেশে, ভেজাল, ক্ষতিকর রাসায়নিক দ্রব্য মিশ্রিত খাদ্যদ্রব্য প্রস্তুত করার পাশাপাশি মেয়াদ উত্তীর্ণ খাবার পরিবেশন করার কথা স্বীকার করেছেন।
মামলার বিষয়টি নিশ্চিত করে সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মাহমুদ সিলেট মিররকে বলেন, ‘ভোজনবাড়িতে পঁচা-বাসি, দুর্গন্ধযুক্ত ও মেয়াদ উত্তীর্ণ খাবার পাওয়ার ঘটনায় মামলা দায়ের হয়েছে। মামলায় ১৩ জনকে আসামি করা হয়েছে। এ মামলায় গ্রেপ্তার ৩ জনকে বুধবার আদালতে সোপর্দ করা হয়।’
এ বিষয়ে সিলেট জেলা ক্যাটারার্স গ্রুপের সভাপতি শান্ত দেব সিলেট মিররকে বলেন, ‘অভিযানে পর গতকাল বুধবার ভোজনবাড়ি রেস্টুরেন্ট বন্ধ ছিল। তবে আলোচনার মাধ্যমে রেস্টুরেন্ট খুলে দেওয়া এবং আমাদের অন্যান্য দাবি পূরণের আশ্বাস দিয়েছেন সিলেটের রাজনৈতিক নেতৃবৃন্দ ও প্রশাসনের কর্মকর্তারা।’
এর আগে, গত মঙ্গলবার ১২টার দিকে দুপুরে ঢাকা থেকে আগত র্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসুর নেতৃত্বে ভোজনবাড়ি রেস্টুরেন্টে অভিযান চালানো হয়। এ সময় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, বিএসটিআইসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ উপস্থিত ছিলেন। অভিযান শেষ হয়ে বেলা আড়াইটার দিকে।
এ সময় পঁচা-বাসি, দুই দিন আগের খাবার মজুত পায় অভিযানকারী দল। এছাড়া রেস্টুরেন্টটির লাইসেন্সের মেয়াদ তিন বছর আগে শেষ হয়েছিলও বলে জানানো হয়। এ অভিযোগে সাময়িক সময়ের জন্য ভোজনবাড়ি রেস্টুরেন্ট সিলগালা করে দেয় র্যাব। আজ বুধবারও রেস্টুরেন্টটি বন্ধ ছিল।
এনএইচ/আরসি-১৬