সিলেটে শুক্রবার থেকে ৪৮ ঘণ্টা পরিবহন ধর্মঘট

নিজস্ব প্রতিবেদক


নভেম্বর ০৫, ২০২১
১২:৫১ পূর্বাহ্ন


আপডেট : নভেম্বর ০৫, ২০২১
১২:৫১ পূর্বাহ্ন



সিলেটে শুক্রবার থেকে ৪৮ ঘণ্টা পরিবহন ধর্মঘট

সিলেটে আগামীকাল শুক্রবার (৫ নভেম্বর) থেকে ৪৮ ঘণ্টা সবধরণের পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি সিলেট জেলা কমিটি। ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে এই ধর্মঘটের ঘোষণা দেয় সংগঠনটি।

বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি সিলেট জেলার সাধারণ সম্পাদক জিয়াউল কবির পলাশ সিলেট মিরর অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, যে হারে ডিজেলের দাম বাড়ানো হয়েছে তাতে আমাদের পরিবহন চালানো সম্ভব নয়। হুট করে এই ধরনের দাম বাড়ানোর কোনো যৌক্তিকতা নেই। তাই ৪৮ ঘণ্টার মধ্যে দাবি না মানলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। 

আরসি-১১