সিলেটে চলছে বাস-ট্রাক ধর্মঘট, ভোগান্তিতে যাত্রীরা

নিজস্ব প্রতিবেদক


নভেম্বর ০৫, ২০২১
০৫:৪১ অপরাহ্ন


আপডেট : নভেম্বর ০৫, ২০২১
০৭:৩৩ অপরাহ্ন



সিলেটে চলছে বাস-ট্রাক ধর্মঘট, ভোগান্তিতে যাত্রীরা

ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে আজ শুক্রবার (৫ নভেম্বর) থেকে গণ ও পণ্য পরিবহনের ধর্মঘট শুরু হয়েছে।

ধর্মঘটের কারণে সকাল থেকেই সিলেটে বন্ধ রয়েছে বাস-ট্রাক-মিনিট্রাক চলাচল। ফলে দুর্ভোগে পড়েছেন সিলেট থেকে দেশের বিভিন্ন স্থানে যাওয়া সাধারণ মানুষরা। 

আজ দক্ষিণ সুরমা কদমতলী বাসস্ট্যান্ড এলাকায় গিয়ে দেখা যায়, অনেক যাত্রী ব্যাগ, লাগেজ নিয়ে বিভিন্ন স্থানে যেতে এসেছেন। তবে বাস বন্ধ থাকায় তারা দূর্ভোগে পড়েছেন। বাস টার্মিনাল এলাকায় এসেও তারক তাদের গন্তব্যে যেতে পারছেন। তবে এদিন টার্মিনাল এলাকায় যাত্রীদের উপস্থিতি ছিল অনেক কম। 

এদিকে বাস ট্রাক বন্ধ থাকলেও কার-মাইক্রোবাস ও সিএনজিচালিত অটোরিকশা চলছে। ফলে যাত্রীরা অনেকেই এ সব যানবাহনে করে গন্তব্যে যাচ্ছেন। তবে সাধারণ সময়ের চেয়ে অধিক ভাড়ার অভিযোগ করেন। 

ঢাকাগামী এক যাত্রী রশিদ উদ্দিন সিলেট মিররকে বলেন, 'রাতে ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আমার ফ্লাইট। কিন্তু এখন এসে দেখি পরিবহন ধর্মঘট। বাস তো নেই, কারও পাচ্ছি না। আবার যে কার পাচ্ছি তা ভাড়া অনেক বেশি বলছে। 

বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি সিলেট জেলার সাধারণ সম্পাদক জিয়াউল কবির পলাশ জানান, ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে সিলেটে ৪৮ ঘন্টা সব ধরনের পরিবহন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি আমরা।

এনএইচ/আরসি-০৭