শাবিপ্রবি প্রতিনিধি
নভেম্বর ০৬, ২০২১
১২:২৩ পূর্বাহ্ন
আপডেট : নভেম্বর ০৬, ২০২১
১২:২৩ পূর্বাহ্ন
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি)বিতর্ক বিষয়ক সংগঠন 'সাস্ট স্কুল অব ডিবেট' আয়োজন করতে যাচ্ছে 'সাস্ট ডিভিশনাল ২০২১'।
আজ শুক্রবার (৫ নভেম্বর) অনলাইন প্লাটফর্মে এ বিতর্ক প্রতিযোগিতার প্রাথমিক পর্ব শুরু হবে।
সিলেট জেলার স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য এ বিতর্ক প্রতিযোগিতা উন্মুক্ত করে দেওয়া হয়েছে।
এদিকে শনিবার (৬ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে এ প্রতিযোগিতার ফাইনাল পর্ব অনুষ্ঠিত হবে। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম। এছাড়া সাস্ট স্কুল অব ডিবেটের উপদেষ্টা মোহাম্মদ মাহমুদ হাসান উপস্থিত থাকবেন।
এনএইচ/আরসি-১২