কানাইঘাট সীমান্ত থেকে দুই যুবকের মরদেহ উদ্ধার

কানাইঘাট প্রতিনিধি


নভেম্বর ০৬, ২০২১
১২:৩৬ পূর্বাহ্ন


আপডেট : নভেম্বর ০৬, ২০২১
১২:৪৭ পূর্বাহ্ন



কানাইঘাট সীমান্ত থেকে দুই যুবকের মরদেহ উদ্ধার

সিলেটের কানাইঘাট উপজেলার দনা সীমান্তবর্তী এলাকা থেকে গুলিবিদ্ধ দুই বাংলাদেশি যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।

আজ শুক্রবার (৫ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে পতাকা বৈঠক শেষে বিজিবির কাছে লাশ হস্তান্তর করে বিএসএফ।

বিষয়টি সিলেট মিরর অনলাইনকে নিশ্চিত করেছেন কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম। তিনি জানান, বিকেল সাড়ে ৫টার পর পুলিশের কাছে লাশ হস্তান্তর করে বিজিবি। 

গত বুধবার সকাল থেকে গুলিবিদ্ধ বাংলাদেশী নাগরিক আসকর ও আরিফ হোসেনের লাশ সীমান্তের ১৩৩১ মেইন পিলারের পাশে ভারতের অভ্যন্তরে লাশ পড়েছিল।

আরসি-১৩