দলীয় সিদ্ধান্ত অমান্য, সিলেট জেলা আ.লীগের ৫ নেতা বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক


নভেম্বর ০৬, ২০২১
০৭:০১ পূর্বাহ্ন


আপডেট : নভেম্বর ০৬, ২০২১
০৭:১১ পূর্বাহ্ন



দলীয় সিদ্ধান্ত অমান্য, সিলেট জেলা আ.লীগের ৫ নেতা বহিষ্কার

অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদের দ্বিতীয় ধাপের নির্বাচনে দলীয় শৃঙ্খলাভঙ্গের দায়ে সিলেট জেলা আওয়ামী লীগের ৫ নেতাকে বহিষ্কার করা হয়েছে।

শুক্রবার (৫ নভেম্বর) জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। 

বিবৃতিতে জানানো হয়, আসন্ন ইউনিয়ন পরিষদের নির্বাচনে সিলেট সদর উপজেলার দুটি ইউনিয়নে ৫ আওয়ামী লীগ নেতা দলীয় মনোনীত প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। তারা দলীয় স্বিদ্ধান্ত অমান্য করে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হয়েছেন। তাই দলের ৪৭ ধারার ১১ উপধারা অনুযায়ী শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে প্রাথমিক সদস্য পদ থেকে সরাসরি বহিষ্কার করা হয়েছে। 

বহিষ্কৃত ৫ আওয়ামী লীগ নেতা হলেন জালালাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মানিক মিয়া। দলীয় প্রার্থীর বিরুদ্ধে তিনি এই ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী হয়েছিলেন।  বিদ্রোহী প্রার্থী হওয়ায় একই ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আশ্রব আলী ও সিলেট মহানগর ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফ সিদ্দিকীকে বহিষ্কার করা হয়েছে।

এছাড়া ফ্রান্স আওয়ামী লীগের সদস্য জয়নাল আবেদীন জালালাবাদ ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হওয়ায় তাকেও বহিষ্কার করেছে জেলা আওয়ামী লীগ। 

অন্যদিকে মোল্লাগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মো. আছন মিয়া দলীয় সিদ্ধান্ত অমান্য করে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হওয়ায় তাকে সিলেট জেলা আওয়ামী লীগ বহিষ্কা করেছে। 

আরসি-০৪