ফেঞ্চুগঞ্জে সমবায় দিবস পালিত

ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি


নভেম্বর ০৭, ২০২১
০২:০৬ পূর্বাহ্ন


আপডেট : নভেম্বর ০৭, ২০২১
০২:০৬ পূর্বাহ্ন



ফেঞ্চুগঞ্জে সমবায় দিবস পালিত

বঙ্গবন্ধুর দর্শন সমবায়ে উন্নয়ন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটের ফেঞ্চুগঞ্জে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে পালিত হয়েছে ৫০তম জাতীয় সমবায় দিবস।

অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের সকল সমবায়ীকে শুভেচ্ছা জানিয়ে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ সমবায়ের মাধ্যমে দারিদ্র্যমোচন ও আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন ও সমবায়ী সংগঠন গুলো কাজ করলে সমবায়ের উন্নয়ন হবে।  

আজ শনিবার (৬ নভেম্বর) সকাল ১১ টায় ফেঞ্চুগঞ্জ উপজেলা অডিটোরিয়াম হলরোমে উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় কার্যালয়ের উদ্যোগে ৫০ তম জাতীয় সমবায় দিবস পালন অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার রাখী আহমদের  এর সভাপতিত্বে ও সমবায়ী মাহফুজুর রহমানের পরিচালনায় পবিত্র কোরআন তেলাওয়াত করেন উপজেলা মসজিদের সহকারী ইমাম মো. ইকবাল হোসেন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা সমবায় কর্মকর্তা আব্দুল্লাহ মো. সাইদুর রহমান শামীম।

অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য দেন,  উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান মোহীনি বেগম, সাংবাদিক তাজুল ইসলাম বাবুল একতা বহুমুখী সমবায় সমিতির সাধারণ সম্পাদক মাহবুব হোসেন সানু, অটোরিকশা মালিক সমিতির সাধারণ সম্পাদক কালাম রাজা সাহেল প্রমুখ ।

এসএ/আরসি-১১