বালাগঞ্জ প্রতিনিধি
নভেম্বর ০৭, ২০২১
০২:২৮ পূর্বাহ্ন
আপডেট : নভেম্বর ০৭, ২০২১
০২:২৮ পূর্বাহ্ন
সিলেটের বালাগঞ্জে নির্বাচনী প্রচার মিছিলে এক ইউপি সদস্য প্রার্থীর মৃত্যুর ঘটনা ঘটেছে। আজ শনিবার (৬ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে এই ঘটনা ঘটেছে বলে জানা যায়। শাহ শফিক মিয়া নামের মৃত এই সদস্য প্রার্থী উপজেলার বালাগঞ্জ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের প্রার্থী ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকেল ৩টার দিকে কর্মী-সমর্থকদের নিয়ে তিনি প্রচারণায় বের হন। এসময় সমর্থকেরা শফিক মিয়ার তালা প্রতিকের মিছিল শুরু করেন। মিছিলটি ওয়ার্ডের দক্ষিণ গহরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিকটে যাওয়া মাত্রই শফিক মিয়া মাথা ঘুরে মাটিতে পড়ে যান। সেখান থেকে দ্রুত স্থানীয় চিকিৎসা কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
শফিক মিয়ার ছোট ভাই শাহ জবির মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, আমার ভাইয়ের বয়স হয়েছিল প্রায় ৬০ বছর। তিনি ডায়াবেটিসের রোগী ছিলেন। তার ৪ মেয়ে ও ১ ছেলে রয়েছে।
উপজেলা নির্বাচন অফিসের কর্মকর্তারা জানিয়েছেন, নির্বাচনী এজেন্ট ফরম সংগ্রহের জন্য দুপুরের দিকে শফিক মিয়া নির্বাচন অফিসে এসেছিলেন। তার মৃত্যুর পর এই ওয়ার্ডে অন্যান্য প্রার্থীদের মাইকে প্রচার-প্রচারণা, পথসভা, উঠান বৈঠক ও মিছিল শিথিলের নির্দেশ দেওয়া হয়েছে।
এই ওয়ার্ডে শফিক মিয়ার প্রতিদ্বন্দ্বী প্রার্থী জহিরুল ইসলাম জফুর বলেন, উনার মৃত্যুতে নির্বাচনী আমেজ অনেকটাই ভাটা পড়ে গেছে। প্রতিহিংসা নয় আমরা প্রতিদ্বন্দ্বীতা করতে এসেছি। আমারও খুবই কষ্ট হচ্ছে, খারাপ লাগছে।
স্থানীয়রা জানিয়েছেন, ক্রীড়ানুরাগী ও সংস্কৃতমনা শফিক মেম্বার খুবই সহজ-সরল একজন মানুষ ছিলেন। তার আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আজ রাত ১০টায় চক পীরপুর ঈদগাহ মাঠে জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে মৃত দেহের দাফন সম্পন্ন করা হবে।
আরসি-১২