গোলাপগঞ্জ প্রতিনিধি
নভেম্বর ০৭, ২০২১
০৩:০০ পূর্বাহ্ন
আপডেট : নভেম্বর ০৭, ২০২১
০৩:০০ পূর্বাহ্ন
'বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ের উন্নয়ন' এই প্রতিপাদ্যকে সামনে রেখে গোলাপগঞ্জে জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।
আজ শনিবার (৬ নভেম্বর) দুপুর ১২টায় উপজেলা পরিষদ প্রাঙ্গনে জাতীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে জাতীয় সমবায় দিবসের অনুষ্ঠান শুরু হয়। পরে উপজেলা প্রাঙ্গন থেকে একটি র্যালি বের হয়ে উপজেলা সড়ক পদক্ষিণ করে।
এরপর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. গোলাম কবির।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা জামাল মিয়ার স্বাগত বক্তব্যের মাধ্যমে ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিদর্শক অমলেন্দু রায়ের পরিচালনায় অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পল্লি উন্নয়ন কর্মকর্তা আব্দুল মোয়াইমিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিক আহমদ, জেলা আওয়ামী লীগের সদস্য সৈয়দ মিছবাহ উদ্দিন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাজিরা বেগম শিলা, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শফিকুর রহমান।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক নাজিমুল হক লস্কর, প্রচার সম্পাদক আলীম উদ্দিন বাবলু, সদস্য কামাল উদ্দিন, আজমল হোসেন মনি, আওয়ামী লীগ নেতা ইব্রাহিম আলী, গোলাপগঞ্জ প্রেসক্লাবের সদস্য ফারহান মাসউদ আফছর, সাংবাদিক মেহেদী হাছান প্রমুখ।
এফএম/আরসি-১৫