‘গ্রামীণ উন্নয়নের স্বার্থে নৌকায় ভোট দিন’

কোম্পানীগঞ্জ প্রতিনিধি


নভেম্বর ০৭, ২০২১
০৩:৩৬ পূর্বাহ্ন


আপডেট : নভেম্বর ০৭, ২০২১
০৩:৩৬ পূর্বাহ্ন



‘গ্রামীণ উন্নয়নের স্বার্থে নৌকায় ভোট দিন’

সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খাঁন বলেছেন, গ্রাম হবে শহর। প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন উদ্যোগে গ্রামগঞ্জে ব্যাপক উন্নয়ন কাজ হচ্ছে। শেখ হাসিনার উন্নয়নের ছোঁয়া লাগাতে ও গ্রামীণ উন্নয়নের স্বার্থে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীকে নৌকা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। 

আজ শনিবার (৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় উত্তর ঢালারপাড় বাজারে পূর্ব ইসলামপুর ইউপি নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মুল্লুক হোসনের পক্ষে নির্বাচনী প্রচার সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

পূর্ব ইসলামপুর ইউনিয়ন ৫ নম্বর ওয়ার্ড আ’লীগের সভাপতি গিয়াস উদ্দিনের সভাপতিত্বে ও ইউপি আ'লীগের সাধারণ সম্পাদক মতিউর রহমান এবং ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফারুকুজ্জানের যৌথ পরিচালনায় সভায় আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কবির উদ্দিন আহমদ, আইন বিষয়ক সম্পাদক আজমল আলী, উপ-দপ্তর সম্পাদক মজির উদ্দিন, সদস্য জাহাঙ্গীর আলম, কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের বীর মুক্তিযোদ্ধা আলী আমজাদ, সহসভাপতি হুমায়ুন কবির মছব্বির, আবু বক্কর সিদ্দিক, সাধারণ সম্পাদক আফতাব আলী কালা মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক অকিল বিশ্বাস, ইয়াকুব আলী, সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক বজলু পাঠান, উপজেলা যুবলীগের আহ্বায়ক আলা উদ্দিন, যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমান, রাসেল আহমদ, সদস্য শৈনাল নাথ, উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি শামছুল আলম, সহসভাপতি সিরাজুল ইসলাম, দপ্তর সম্পাদক নাঈম আহমদ, সাংস্কৃতিক সম্পাদক ওমর আলী প্রমুখ।

আরসি-১৬