রাজনগর প্রতিনিধি
নভেম্বর ০৭, ২০২১
০৬:৩৪ পূর্বাহ্ন
আপডেট : নভেম্বর ০৭, ২০২১
০৬:৩৪ পূর্বাহ্ন
মৌলভীবাজারের রাজনগর উপজেলার কামারচাক ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মো. জিয়াউর রহমান জিয়া'র মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৬ নভেম্বর) বিকেলে ইউনিয়নের তারাপাশা উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে মতবিনিময় সভার আয়োজন করা হয়। এতে ইউনিয়নের বিশিষ্টজনরা উপস্থিত থেকে প্রার্থীকে নির্বাচিত করার দৃঢ়প্রত্যয় ব্যক্ত করেন।
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. শাহজাহান খাঁন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তারাপাশা উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি মোহাম্মদ জিল্লুর রহমান, টেংরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. টিপু খাঁন, শিক্ষানুরাগী ও রাজনীতিবিদ মো. আব্দুল বারী, কামারচক ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মো. আব্দুল মনাফ প্রমুখ।
মতবিনিময় সভায় বক্তারা বলেন, অলিলা গ্রুপের অর্থায়নে কামারচাক ইউনিয়নের গ্রামীণ রাস্তা-ঘাট উন্নয়ন, স্কুল, মাদরাসা, মসজিদ , মন্দিরে অনুদানসহ অসহায় দরিদ্র মানুষের পাশে থেকে নিরলস কাজ করে যাচ্ছে প্রতিষ্ঠানটি। সেই উন্নয়ন বাস্তবায়ন হয়েছে যার মাধ্যমে তিনি হলেন জিল্লুর রহমানের ছোট ভাই মো. জিয়াউর রহমান জিয়া।
অলিলা গ্রুপের অর্থায়নে ধলাই ফেরিঘাট থেকে করাইয়া বাজার পর্যন্ত প্রায় ৬ কিলোমিটার রাস্তা মাটি ভরাট করা হয়েছে। নওয়াগাঁও মাদরাসার সামন থেকে নওয়াগাঁও পূর্ব হাটির হবিব উল্যাহ সাহেবের বাড়ি পর্যন্ত প্রায় ১২০০ ফুট রাস্তায় মাটি ভরাট করা হয়েছে। নওয়াগাঁও মো. মানিক মিয়া সাহেবের বাড়ির সামন থেকে মো. ছমেদ মিয়া সাহেবের বাড়ির সম্মুখ পর্যন্ত প্রায় ৯০০ ফুট, জগন্নাথপুর চৌমুহনা থেকে জালালপুর পর্যন্ত প্রায় ৪ কিলোমিটার, পূর্ব শ্যামেরকোনা থেকে গোবিন্দপুর হয়ে মনু নদীর ডাইক পর্যন্ত প্রায় ৪ কিলোমিটার, গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ধলাই নদীর ডাইক পর্যন্ত অর্ধ কিলোমিটার রাস্তায় মাটি ভরাট করা হয়েছে। গোবিন্দপুর মেইন সড়ক থেকে গোবিন্দপুর গ্রামের ভিতর দিয়ে প্রায় অর্ধ কিলোমিটার রাস্তা, উত্তর শ্যামেরকোনা ধলাই খেয়াঘাট থেকে মেইন সড়ক ধরে ধলাই নদীর ডাইক হয়ে উত্তর দিকে রাস্তায় প্রায় ২০০০ ফুট, ধলাই ফেরিঘাট থেকে শ্যামেরকোনা ফয়জুল উলূম মাদরাসা পর্যন্ত প্রায় ১৫০০ ফুট রাস্তায় মাটি ভরাট করা হয়েছে। সড়ক উন্নয়নের পাশাপাশি এই ওয়ার্ডের বিভিন্ন প্রতিষ্ঠানে অলিলা গ্রুপ ব্যপক উন্নয়ন করেছে বলে জানা যায়।
চেয়ারম্যান পদপ্রার্থী জিয়া বলেন, একটাই লক্ষ কামারচাক ইউনিয়ন হবে বাংলাদেশের একটি উন্নত ও মডেল ইউনিয়ন। আর তা বাস্তবায়ন করতে আসন্ন কামারচাক ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমি জিয়াউর রহমান জিয়া চেয়ারম্যান প্রার্থী। অবহেলিত কামারচাক ইউনিয়নকে উন্নত, মডেল ইউনিয়ন হিসেবে গড়তে আপনাদের সমর্থন, দোয়া ও আশীর্বাদ প্রয়োজন।
তিনি আরও বলেন, আমি ইউপি সদস্য হিসেবে দীর্ঘ ১২ বছর মানুষের সেবায় নিয়োজিত ছিলাম। এখন আপনাদের দোয়ায় পুরো ইউনিয়নকে মডেল ইউনিয়নে পরিনত করতে চাই। তাই আসন্ন আগামী নির্বাচনে আপনাদের মহামূল্যবান ভোট দিয়ে আপনাদের সেবার কাজ করার সুযোগ করে দিবেন।
অলিলা গ্রুপের ব্যাবস্থাপনা পরিচালক জিল্লুর রহমান তার বক্তব্যে বলেন, আমি আমার এই জন্মমাটির উন্নয়ন করতে চাই তাই ব্যক্তি উদ্যোগে কয়েক কোটি টাকার কাজ করেছি। কাজ করতে গিয়ে বুঝেছি নির্বাচিত একজন চেয়ারম্যান থাকলে এই উন্নয়ন কাজে আরও গতি আনা সম্ভব তাই আসন্ন নির্বাচনে আমার ছোট ভাইকে প্রার্থী করতে যাচ্ছি। আমার স্বপ্ন কামারচাক ইউনিয়ন হবে বাংলাদেশের একটি উন্নত ও মডেল ইউনিয়ন। আর তা বাস্তবায়ন করতে আসন্ন কামারচাক ইউনিয়ন পরিষদ নির্বাচনে জিয়াউর রহমান জিয়াকে ভোট দিয়ে অবহেলিত কামারচাক ইউনিয়নকে উন্নত, মডেল ইউনিয়ন হিসেবে গড়তে ইউনিয়নবাসীর সমর্থন, দোয়া ও আশীর্বাদ প্রয়োজন।
এসএফ/আরসি-০২