বাস ভাড়া সমন্বয়ের সভা শুরু হলো দেরিতে

সিলেট মিরর ডেস্ক


নভেম্বর ০৭, ২০২১
০৫:৫৪ অপরাহ্ন


আপডেট : নভেম্বর ০৭, ২০২১
০৫:৫৪ অপরাহ্ন



বাস ভাড়া সমন্বয়ের সভা শুরু হলো দেরিতে

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) প্রধান কার্যালয়ে আজ রবিবার (৭ নভেম্বর) সকাল ১১টায় ভাড়া পুনঃনির্ধারণ সংক্রান্ত কমিটির সভা আয়োজনের সময় নির্ধারণ করা হয়েছিল। 

তবে এই সভা শুরু হয়েছে প্রায় আধা ঘণ্টা দেরিতে। বিআরটিএ প্রধান কার্যালয়ে বিআরটিএর চেয়ারম্যানের কার্যালয় সংলগ্ন মিলনায়তনে এই সভায় ভাড়া পুনঃনির্ধারণ সংক্রান্ত কমিটির ১২ সদস্য উপস্থিত হয়েছেন। 

উপস্থিত রয়েছেন- বিআরটিএ চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েতউল্লাহ। 

সভায় অংশ নিতে উপস্থিত ভাড়া নির্ধারণ সংক্রান্ত কমিটির সদস্য সোহাগ পরিবহন (প্রা:) লিমিটেড কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফারুক তালুকদার সোহেল ঢাকা পোস্টকে বলেন, আজ সভায় ভাড়া পুনঃনির্ধারণ নিয়ে আলোচনা হবে, তারপর সিদ্ধান্ত নেওয়া হবে। ২০১৩ সালে সর্বশেষ বাস ভাড়া বাড়ানো হয়েছিল বলে তিনি দাবি করেন। 

জানা গেছে, সভায় আমন্ত্রিতরা যানজটে আটকা পড়ার কারণে উপস্থিত হতে দেরি হয়। ফলে সভা দেরিতে শুরু হয়েছে।

আরসি-০৭