শাবি প্রতিনিধি
নভেম্বর ০৭, ২০২১
০৮:৫৭ অপরাহ্ন
আপডেট : নভেম্বর ০৭, ২০২১
১১:৫২ অপরাহ্ন
দীর্ঘ বিরতি শেষে যুক্তি-তর্ক উপস্থাপনে ফিরেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীরা।
এতে বিশ্ববিদ্যালয়ের অন্যতম বিতার্কিক সংগঠন ‘সাস্ট-স্কুল অব ডিবেট’ উদ্যোগে ব্রিটিশ পার্লামেন্টারি বিতর্ক প্রতিযোগিতা ‘সাস্ট ডিভিশনালস ২০২১’ আয়োজন করা হয়।
রবিবার (৭ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন সংগঠনটির সহ-সভাপতি রিফাত জাহান বর্ণিকা।
তিনি বলেন, শনিবার বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে ‘সাস্ট ডিভিশনালস ২০২১’ এর সমাপনী পর্ব অনুষ্ঠিত হয়। এতে সিলেট জেলায় বিভিন্নবিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশাপাশি স্কুল-কলেজের মোট ১২ টি দল অংশগ্রহণ করে।
এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় শাবিপ্রবির ‘Nauros Romim Fan Club’। রানার্স আপ হয় ‘চিল, ডিবেট, রিপিট’। এছাড়াও ডিবেটর অফ দ্য টুর্নামেন্ট হিসেবে মনোনীত হয়েছেন সুমিত কর্মকার এবং ডিবেটর অফ দ্য ফাইনাল হিসেবে মনোনীত হয়েছেন সৈয়দ আহলান জাদিদ।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম। এছাড়া বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. আলমগীর কবীরসহ বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে কোষাধ্যক্ষ বলেন, বিতর্ক মানুষকে সত্য উদঘাটন করতে সহায়তা করে। এর মাধ্যমে আমরা নতুন কিছু জানতে পারি। পৃথিবীতে যত সিদ্ধান্ত নেয়া হয়, তার সবটুকুই আলোচনা-সমালোচনা এবং বিতর্কের মাধ্যমে নেওয়া হয়। যারা বিতর্ক করেন তাদের বিতর্ককে ধারণ ও লালন করতে হবে। মুক্তিযুদ্ধের চেতনা, বঙ্গবন্ধু ও বাংলাদেশকে ভালোবাসতে হবে। এসব নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে।
এইচ এন/বি এন-০৬