জৈন্তাপুর প্রতিনিধি
নভেম্বর ০৭, ২০২১
০৯:৫৫ অপরাহ্ন
আপডেট : নভেম্বর ০৭, ২০২১
০৯:৫৫ অপরাহ্ন
সিলেটের জৈন্তাপুরে মামলা ভূক্ত এলাকায় সারী-৩ এলাকায় অভিযান পরিচালনা করে পাথর জব্দ করেছেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট।
রবিবার (৭ নভেম্বর) দুপর ১২টায় গোপন সংবাদের ভিত্তিত্বে জৈন্তাপুর উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ফারুক আহমদ নেতৃত্বে সারী নদীর বড় নয়াগাং নদীর উৎস মুখে অভিযান পরিচালনা করে বিপুল পরিমান পাথর জব্দ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন সরকারের গোয়েন্দা সংস্থার সদস্য সহ থানা পুলিশের সদস্যরা।
প্রশাসন সূত্রে জানা যায়, লালাখাল চা-বাগান এবং নাজিম গড় রিসোর্ট সেন্টার কর্তৃক মহামান্য উচ্চ আদালতে মামলা থাকায় জেলা প্রশাসক সারী বালু মহালকে (সারী-১, সারী-২ এবং সারী-৩) তিনটি ভাগে ভাগ করে।
পরবর্তীতে সারী-১, সারী-২ ইজারা প্রদান করা হলেও মামলা ভূক্ত এরিয়া “সারী-৩” ইজারা প্রদান করা হয়নি। সম্প্রতি পাথরখেকো চক্র নিষেধাজ্ঞাপূর্ণ এরিয়া থেকে পাথর উত্তোলন ও মজুদ করে বিক্রয় করে আসছিল। যার পরিপ্রেক্ষিতে অভিযান পরিচালনা করে উত্তোলিত পাথর জব্দ করা হয়।
উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ফারুক আহমদ বলেন, গোপন সংবাদের ভিত্ত্বিতে অভিযান পরিচালনা করে উত্তোলিত পাথর জব্দ করা হয়েছে, পরবর্তীতে পাথর গুলো প্রকাশ্য নিলামে মাধ্যমে বিক্রয় করা হবে।
আর কে/বি এন-১০