জৈন্তাপুরে পাথর ব্যবসায়ীদের প্রতিবাদ সভা অনুষ্ঠিত

জৈন্তাপুর প্রতিনিধি


নভেম্বর ০৭, ২০২১
১০:১৭ অপরাহ্ন


আপডেট : নভেম্বর ০৭, ২০২১
১০:১৭ অপরাহ্ন



জৈন্তাপুরে পাথর ব্যবসায়ীদের প্রতিবাদ সভা অনুষ্ঠিত

জৈন্তাপুর উপজেলার আসামপাড়া এলাকায় পাথর ক্রাশার মিল মালিক ব্যবসায়ী সমিতি ও শ্রমিকদের যৌথ উদ্যোগে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৭ নভেম্বর) সকাল ১১টায় আসামপাড়া এলাকায় প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। জৈন্তাপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বিশিষ্ট পাথর ব্যবসায়ী মো. সেলিম চৌধুরী সভাপতিত্বে ও ৪ নং বাংলা বাজার শ্রমিক সমবায় সমিতির সাধারণ সম্পাদক আফজালুর রহমান পরিচালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, বিশিষ্ট ব্যবসায়ী সৈয়দ মো. আব্দুন নুর, আমীর আলী, সোহেল আহমদ, শ্রমিকনেতা আব্দুস সালাম, ইউসুফুর রহমান ও আব্দুস ছত্তার। 

সভায় বক্তারা বলেন, বৃহত্তর জৈন্তা পাথর শ্রমিক ট্রেড ইউনিয়নের নাম ব্যবহার করে সংগঠনের একাংশ সদস্য পাথর ক্রাশার মিল মালিক ব্যবসায়ীদের উপর বিভিন্ন ভাবে চাপা প্রয়োগ করে অবৈধ ভাবে বিশেষ সুবিধা আদায় করতে মিথ্যা অপপ্রচার চালিয়ে যাচ্ছে। আসামপাড়া এলাকার বিশিষ্ট ব্যবসায়ী সৈয়দ মো. আব্দুন নুর ও সোহেল আহমদ-কে হেয়প্রতিপন্ন ও তাদের সামাজিক মর্যাদা এবং সুনাম ক্ষুন্ন করতে মিথ্যা তথ্য দিয়ে বিভিন্ন মাধ্যমে অপপ্রচার করা হচ্ছে। বেলচা শ্রমিক সহ সব শ্রমিকগণ আমাদের ব্যবসার মুল চালিকা শক্তি। শ্রমিকদের স্বার্থ রক্ষা ও তাদের কল্যাণে আমরা কাজ করছি। মুলতঃ ট্রাক চালকগণ পাথর লোড-আনলোড কাজে বেলচা শ্রমিক সাথে নিয়ে আসেন। সাধারণ শ্রমিকদের সাথে ক্রাশার মিল মালিক ব্যবসায়ীদের কোন দ্বন্দ্ব নেই। 

গত ৪ নভেম্বর হঠাৎ করে পাথর শ্রমিক ট্রেড ইউনিয়নের একাংশ সদস্য বহিরাগত কয়েকজন লোক এসে আসামপাড়া এলাকায় আমির আলির ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করার চেষ্টা চালায় এবং ট্রাকে পাথর লোড কাজে বাধা দেয়। এ ঘটনায় ব্যবসায়ী সৈয়দ মো.আব্দুন নুর ও সোহেল আহমদ কে জড়িয়ে মিথ্যা অপপ্রচার করা হয়। এখানে সৈয়দ মো. আব্দুন নুর ও সোহেল আহমদের কোন সম্পৃক্ততা নেই। 

প্রতিবাদ সভায় বক্তারা পাথর শ্রমিক ট্রেড ইউনিয়নের একাংশ সদস্যদের অবৈধ কর্মকান্ডের নিন্দা ও প্রতিবাদ জানান। 

আর কে/বি এন-১১