ওসমানীনগরে দুই ফার্মেসিকে ৪৫ হাজার টাকা জরিমানা

ওসমানীনগর প্রতিনিধি


নভেম্বর ০৮, ২০২১
০২:০৯ পূর্বাহ্ন


আপডেট : নভেম্বর ০৮, ২০২১
০২:০৯ পূর্বাহ্ন



ওসমানীনগরে দুই ফার্মেসিকে ৪৫ হাজার টাকা জরিমানা

ওসমানীনগরে ভেজাল বিরোধী অভিযানে মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখার অপরাধে দুটি ফার্মেসিকে মোট ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ রবিবার (৭ নভেম্বর) দুপুরে উপজেলার গোয়ালাবাজারে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাজিব দাশ পুরকায়স্থ ও ঔষধ প্রশাসন অধিদপ্তর সিলেটের তত্বাবধায়ক মো. মেহেদী হাসান।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ‘ড্রাগ অ্যাক্ট, ১৯৪০’ অনুযায়ী মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখার অপরাধে গোয়ালাবাজার হাজী মার্কেটের মেসার্স বিবিয়ানা ফার্মেসীকে নগদ ৩০ হাজার ও মেসার্স শাহজালাল মেডিকেল সেন্টারকে ১৫ হাজার টাকা জরিমানা করে তাৎক্ষনিক ফার্মেসী মালিকদের কাছ থেকে আদায় করা হয়। 

সহকারী কমিশনার (ভূমি) রাজিব দাশ পুরকায়স্থ বলেন, ভেজাল বিরোধী অভিযানের অংশ হিসাবে গোয়ালাবাজারে আদালত পরিচালনা করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।

ইউডি/আরসি-১২