শাবিপ্রবি প্রতিনিধি
নভেম্বর ০৮, ২০২১
০৪:১৭ পূর্বাহ্ন
আপডেট : নভেম্বর ০৮, ২০২১
০৪:১৭ পূর্বাহ্ন
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীদের দ্বিতীয় ডোজ টিকা নিতে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) প্রয়োজন হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
আজ রবিবার (৭ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের যেসব শিক্ষার্থী প্রথম ডোজ টিকা সম্পন্ন করেছেন তাদের দ্বিতীয় ডোজ টিকা নিতে এনআইডি কার্ডের প্রয়োজন হবে। অন্যথায় দ্বিতীয় ডোজ টিকা নিতে পারবেন না শিক্ষার্থীরা। তাই বিশ্ববিদ্যালয়ের যেসব শিক্ষার্থীদের এনআইডি কার্ড নেই তাদেরকে অতিসত্বর বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে এনআইডি নম্বর নিতে নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে গত ১৬ অক্টোবর ফাইজারের টিকা দিয়ে বিশ্ববিদ্যালয়ে টিকা কার্যক্রম শুরু হয়। এটি ২৭ অক্টোবর এসে শেষ হয়। এই আট দিনে ১ হাজার ৭১৭ জন শিক্ষার্থীকে টিকা দেওয়া হয়েছে। প্রথমদিন ১৬ অক্টোবর টিকা নেন ১৯৫ জন, ২য় দিন ১৭ অক্টোবর ১৫৬ জন, ৩য় দিন ১৮ অক্টোবর ২৮২ জন, ৪র্থ দিন ১৯ অক্টোবর ২৩২ জন, ৫ম দিন ২১ অক্টোবর ২৩৬ জন, ৬ষ্ঠ দিন ২৫ অক্টোবর ২২৪ জন, ৭ম দিন ২৬ অক্টোবর ১৯৪ জন, সর্বশেষ ২৭ অক্টোবর ১৯৮জন শিক্ষার্থী টিকা নেন।
এইচএন/আরসি-১৭