রোহিঙ্গা ক্যাম্পের পাশে অস্ত্র কারখানা, র‍্যাবের অভিযানে আটক ৩

সিলেট মিরর ডেস্ক


নভেম্বর ০৮, ২০২১
০৫:০১ অপরাহ্ন


আপডেট : নভেম্বর ০৮, ২০২১
০৫:০১ অপরাহ্ন



রোহিঙ্গা ক্যাম্পের পাশে অস্ত্র কারখানা, র‍্যাবের অভিযানে আটক ৩

কক্সবাজারের উখিয়ায় অবস্থিত রোহিঙ্গা ক্যাম্পের পাশের পাহাড়ে অস্ত্র তৈরির কারখানার সন্ধান পেয়েছে র‍্যাব। সেখানে অভিযানে গিয়ে রোহিঙ্গা সন্ত্রাসীদের সঙ্গে গোলাগুলির পর ১০টি আগ্নেয়াস্ত্র ও অস্ত্র তৈরির বিপুল পরিমাণ সরঞ্জামসহ তিন রোহিঙ্গাকে আটক করা হয়েছে।

আজ সোমবার (৮ নভেম্বর) ভোরে কুতুপালং রোহিঙ্গা শিবিরের এক্স-৪ শিবিরের গহীন পাহাড়ে এ অভিযান পরিচালনা করা হয়।

আটকরা হলেন কুতুপালং ক্যাম্প সি-১ জি ব্লকের মৃত আজিজুর রহমানের ছেলে বাইতুল্লাহ (১৯), তার ভাই হাবিব উল্লাহ (৩২) ও একই ক্যাম্পের জি ব্লকের জাহিদ হোসেনের ছেলে মোহাম্মদ হাছুন (২৪)। 

র‍্যাব-১৫ অধিনায়ক লে. কর্নেল খায়েরুল ইসলাম এসব তথ্য জানিয়েছেন। তাঁর ভাষ্য মতে, দীর্ঘদিন ধরে একটি চক্র কারখানাটি তৈরি করে সেখানে অস্ত্র বানিয়ে আসছিল। এখান থেকে রোহিঙ্গা সন্ত্রাসীদের কাছে অস্ত্র সরবারহ করা হচ্ছে- এমন তথ্যের ভিত্তিতে গোয়েন্দা নজরদারি বাড়িয়ে কারখানাটি শনাক্ত করা হয়। আজ ভোরে চার ঘণ্টারও বেশি সময় গুলিবিনিময়ের পর কারখানাটি নিয়ন্ত্রণে নেওয়া হয়। পরে সেখান থেকে উদ্ধার করা হয় পাঁচটি পিস্তল, পাঁচটি বন্দুক ও বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জাম।

খায়েরুল ইসলাম বলেন, ক্যাম্পগুলোতে সন্ত্রাসীদের তৎপরতা ঠেকাতে কাজ করছেন র‍্যাবের সদস্যরা। পরবর্তী আইনি ব্যবস্থা শেষে আটকদের উখিয়া থানায় হস্তান্তর করার প্রক্রিয়া চলছে। 

আরসি-০৪