সিসিকের অভিযান: নগরে ৪ ইজিবাইক ও ৩ অটোরিকশা জব্দ

সিলেট মিরর ডেস্ক


নভেম্বর ০৯, ২০২১
০১:১৫ পূর্বাহ্ন


আপডেট : নভেম্বর ০৯, ২০২১
০১:১৫ পূর্বাহ্ন



সিসিকের অভিযান: নগরে ৪ ইজিবাইক ও ৩ অটোরিকশা জব্দ

সিলেট নগরে ব্যাটারী চালিত অটোরিকশা, ইজিবাইক, টমটম চলাচল বন্ধে অভিযান পরিচালনা করেছে সিলেট সিটি কর্পোরেশন।

আজ সোমবার (৮ নভেম্বর) সিলেট নগরের কাজিরবাজার, ঘাসীটুলা, কারিশাইল, চৌহাট্টা, আম্বরখানা ও শাহী ঈদগাহসহ বিভিন্ন এলাকায় অভিযান ৪টি টমটম ও ৩টি ব্যাটারী চোলিত অটোরিকশা জব্দ করেছেন।

সিলেট সিটি করপোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা মো. মতিউর রহমান খান ও এক্সিকিউটিভ ম্যাজিট্রেট সুনন্দা রায় সড়ক পরিবহন আইন ২০১৮ অনুসারে পরিচালিত অভিযানে তিনটি ব্যাটারী চালিত রিকশা ও চারটি টমটম জব্দ করা হয়।

অভিযানকালে সিলেট সিটি করপোরেশনের লাইসেন্স কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামান, সহকারী লাইসেন্স কর্মকর্তা রুবেল আহমদ নান্নু সহ সিসিকের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, উচ্চ আদালতের নিদের্শনার প্রেক্ষিতে যান্ত্রিক যানবাহন সুষ্ঠুভাবে চলাচল নিশ্চিতকরণ, নগরের ট্রাফিক ব্যবস্থা উন্নয়ন ও যানযট নিরসনের লক্ষ্যে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সিসিক কর্তৃপক্ষ।

আরসি-১১