কোম্পানীগঞ্জে ইউএনও'র বিদায় সংবর্ধনা

কোম্পানীগঞ্জ প্রতিনিধি


নভেম্বর ০৯, ২০২১
০২:১৩ পূর্বাহ্ন


আপডেট : নভেম্বর ০৯, ২০২১
০২:১৩ পূর্বাহ্ন



কোম্পানীগঞ্জে ইউএনও'র বিদায় সংবর্ধনা

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমন আচার্যকে উপজেলা পরিষদের পক্ষ থেকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। ইউএনও সুমন আচার্য কোম্পানীগঞ্জ থেকে বাংলাদেশ দূতাবাসের মরিশাস'র প্রথম সচিব হিসেবে পদন্নোতি পাওয়ায় ওই সংবর্ধনার আয়োজিত হয়।

আজ সোমবার (৮ নভেম্বর) বিকাল ৪টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা চেয়ারম্যান শামীম আহমদের সভাপতিত্বে সিএ ফয়জুর রহমানের পরিচালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মুসা নাসের চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান লাল মিয়া, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম নজরুল, ইসলামপুর পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ মোহাম্মদ জামাল উদ্দিন, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবুল হোসেন, সাংবাদিক শাব্বির আহমদ।

সংবর্ধিত অতিথির বক্তব্যে সুমন আচার্য বলেন, ভালো থাকুক কোম্পানীগঞ্জ উপজেলার প্রতিটি মানুষ। আমার কর্মজীবনে সেরা সঞ্চয় পেয়েছি আপনাদের ভালোবাসা। সরকারি চাকুরিজীবী হিসেবে বদলিজনিত কারণে কোন জেলায় বা উপজেলায় স্থায়ী হওয়ার সুযোগ নেই প্রশাসনিক কর্মকর্তাদের। উপজেলায় কর্মরত অবস্থায় সহকর্মী, জনপ্রতিনিধি, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দের অনেক রকমের সহয়তা আমি পেয়েছি। খোলা চোখ দিয়ে সবকিছু দেখা যায় না। চোখের আড়ালেও অনেক কিছু থাকে। তবে নিজের অজান্তেও যদি কাউকে কষ্ট দিয়ে থাকি, কারো প্রতি অন্যায় করে থাকি তাহলে আমি ক্ষমাপ্রার্থী।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী সম্পাদক কর্মকর্তা শরিফুল আলম আইসিটি কর্মকর্তা নাঈম হাসান, শিক্ষা কর্মকর্তা জহিরুল হক, ডিজিএম সিরাজুল ইসলাম, কৃষি কর্মকর্তা আব্দুর রাজ্জাক, নির্বাচন কর্মকর্তা জিবুন্নাহার বেগম, প্রকল্প কর্মকর্তা শাহ আলম, পিআইও বিদ্যুৎ কান্তি দাস, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুহেল রানা, সাংবাদিক শাব্বির আহমদ, তারিকুল ইসলাম, আবিদুর রহমান, উপজেলা যুবলীগের আহ্বায়ক আলা উদ্দিন, সেচ্চাসেবক লীগের সভাপতি নাজিম উদ্দিন, পশ্চিম ইসলামপির ইউপি আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোদাহিদ আলী, সহ সভাপতি হাবিবুল্লাহ জাবেদ, উপজেলা আ'লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক সাইফুল ইসলাম, যুবলীগ সদস্য এম সোহেল আহমদ প্রমুখ।

কেএ/আরসি-১৪