সিলেট মিরর ডেস্ক
নভেম্বর ০৯, ২০২১
০৩:১৩ পূর্বাহ্ন
আপডেট : নভেম্বর ০৯, ২০২১
০৩:১৩ পূর্বাহ্ন
দারাজ ‘ফ্যান মিট’ অনুষ্ঠানে কর্মকর্তাদের সঙ্গে অংশগ্রহণকারী ক্রেতারা।
ক্রেতাবান্ধব ই-কমার্স ইকোসিস্টেম গড়ে তুলতে অনলাইন দারাজ ফ্যান ক্লাবের উদ্যোগে দেশের সাতটি বিভাগীয় শহরে আয়োজন করা হয়েছে ‘ফ্যান মিট’। গত বৃহস্পতিবার নগরের মিরা গার্ডেন হোটেলে ‘ফ্যান মিট’ শুরু হয়েছে। দেশের সর্ববৃহৎ অনলাইন মার্কেটপ্লেস দারাজ বাংলাদেশ দ্বিতীয়বারের মতো এই অনুষ্ঠানের আয়োজন করেছে।
সিলেটের ‘ফ্যান মিটে’ উপস্থিত ছিলেন দারাজ বাংলাদেশ লিমিটেডের চিফ অপারেটিং অফিসার খন্দকার তাসফিন আলম, রিজিওনাল কমার্শিয়ালের টিম লিড শাহাদাত জামি ও ডিলাইট স্কোয়াডের হেড অব কাস্টমার অ্যান্ড সেলার সাপোর্ট তানভীর হুসাইন।
এছাড়াও সিলেট বিভাগের বিভিন্ন জেলা থেকে দারাজের ৪০ জন ক্রেতা এতে যোগ দেন।
এ ‘ফ্যান মিট’-এর মাধ্যমে ক্রেতারা দারাজের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে সরাসরি কথা বলার সুযোগ পান।
অনুষ্ঠানে দারাজের ডেলিভারি, পণ্যের গুণগত মান, রিটার্ন ও রিফান্ড পলিসি, আসন্ন ১১.১১ ক্যাম্পেইন, ভবিষ্যৎ পরিকল্পনা ও প্রত্যাশাসহ নানা বিষয়ে আলোচনা হয়। আলোচনায় অংশগ্রহণকারীরা তাদের বিভিন্ন প্রশ্ন ও সমস্যার সমাধান জানতে পারেন এবং নিজেদের মতামতও অভিজ্ঞতা দারাজের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানোর সুযোগ পান।
দারাজ বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোস্তাহিদল হক বলেন, ‘ক্রেতারাই আমাদের সাফল্য ও এগিয়ে যাওয়ার মূল অনুপ্রেরণা। ফ্যান মিট আয়োজনের মাধ্যমে আমরা ক্রেতাদের সাথে সরাসরি দেখা করে তাদের অভিজ্ঞতা সম্পর্কে জানতে পেরেছি এবং আমাদের পরিকল্পনা সম্পর্কে তাদের অবগত করেছি।’ তিনি আশা প্রকাশ করে বলেন, ‘এর ফলে ক্রেতাদের দারাজের সাথে কেনাকাটার অভিজ্ঞতা আরও স্বাচ্ছন্দ্যময় হবে এবং সামনের ১১.১১ ক্যাম্পেইনে আমরা তাদের এক অসাধারণ অনলাইন কেনাকাটার অভিজ্ঞতা প্রদান করতে সক্ষম হবো।’
এর আগে ২০১৯ সালে প্রথমবারের মতো দেশের ৬৪ জেলায় দারাজ ফ্যান মিট -এর আয়োজন করে।
এএফ/০১