সিলেট মিরর ডেস্ক
নভেম্বর ০৯, ২০২১
০৪:৩৮ পূর্বাহ্ন
আপডেট : নভেম্বর ০৯, ২০২১
০৪:৩৮ পূর্বাহ্ন
সাইক্লোন কেন্দ্রীয় সংসদ আয়োজিত ১৮৭তম সাহিত্য আসরে কলামিস্ট-শিক্ষাবিদ ইনাম চৌধুরীর স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (৮ নভেম্বর) নগরের জিন্দাবাজারস্থ সিফডিয়া মিলনায়তনে এ স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট এমাদ উল্লাহ শহীদুল ইসলাম।
সাইক্লোনের সাবেক সভাপতি ভ্রমণকাহিনী লেখক মোয়াজ আফসারের সভাপতিত্বে ও তরুণ কবি ইফতেখার শামীমের সঞ্চালনায় আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন গল্পকার সেলিম আউয়াল।
আলোচনায় অংশ নেন কলামিস্ট বেলাল আহমদ চৌধুরী, বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্রের সংবাদ পাঠক ফারহানা বেগম, কবি সালেহ আহমদ খসরু, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি জেনারেল ম্যানেজার জাবেদ আহমদ, ছড়াকার অ্যাডভোকেট আব্দুস সাদেক লিপন, কবি ইছমত হানিফা চৌধুরী, কবি নাঈমা চৌধুরী, কবি কামাল আহমদ প্রমুখ।
সভায় বক্তারা বলেন, ‘প্রখ্যাত কলামিস্ট-শিক্ষাবিদ ইনাম চৌধুরী ছিলেন একজন নিভৃতচারী কল্যাণকামী মানুষ। তিনি খুব বেশি অধ্যয়ন করতেন এবং লেখালেখির পাশাপাশি সবার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতেন। বিশেষ করে তার লেখার মূল বিষয় ছিল সমাজের ত্রুটি চিহ্নিত করে সংশোধনের মাধ্যমে কল্যাণময় সমাজ প্রতিষ্ঠা।’
সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন ছড়াকার জুবের আহমদ সার্জন এবং মোনাজাত পরিচালনা করেন বেলাল আহমদ চৌধুরী।
আরসি-১৮