সিলেটে পণ্যপরিবহন ধর্মঘট চলবে আরও দুই দিন

নিজস্ব প্রতিবেদক


নভেম্বর ০৯, ২০২১
০৬:০০ পূর্বাহ্ন


আপডেট : নভেম্বর ০৯, ২০২১
০৬:০০ পূর্বাহ্ন



সিলেটে পণ্যপরিবহন ধর্মঘট চলবে আরও দুই দিন

সারাদেশে পণ্যপরিবহন ধর্মঘট স্থগিত করা হলেও আজ মঙ্গলবার (৯ নভেম্বর) সকাল ৬টা থেকে সিলেট ও সুনামগঞ্জ জেলায় ৪৮ ঘণ্টার পণ্যপরিবহন ধর্মঘট পালিত হবে। সিলেটের বিভিন্ন সেতুতে অতিরিক্ত টোল আদায় ও গোয়াইনঘাট উপজেলা ও ছাতক পৌরসভার নামে অবৈধ ভাবে চাঁদা আদায় বন্ধে এ ধর্মঘট পালন করবে সিলেট জেলা ট্রাক পিকআপ কাভার্ডভ্যান মালিক ঐক্য পরিষদ।

সোমবার (৮ নভেম্বর) রাতে বিষয়টি সিলেট মিরর অনলাইনকে নিশ্চিত করেন সিলেট বিভাগীয় শ্রমিক ঐক্য জোট ও জেলা ট্রাক পিকআপ কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি আবু সরকার।

তিনি বলেন, ‘এটি আমাদের পূর্বঘোষিত কর্মসূচি। বিভিন্ন সেতুতে অতিরিক্ত টোল আদায় বন্ধ ও গোয়াইনঘাট উপজেলা ও ছাতক পৌরসভার নামে অবৈধ ভাবে চাঁদা আদায় বন্ধে আজ মঙ্গলবার সকাল ৬টা থেকে ৪৮ ঘণ্টা সিলেট ও সুনামগঞ্জ জেলায় এ কর্মসূচি পালন করা হবে।’

তিনি আরও বলেন, ‘বছরের পর বছর ধরে লামকাজি সেতুসহ সিলেটের সব সেতু থেকে অবৈধ ভাবে চাঁদা আদায় করা হচ্ছে। টাকা না দিলে প্রতিনিয়ত শ্রমিকরা নির্যাতনের শিকার হচ্ছেন। পুলিশ প্রশাসনের বিভিন্ন দপ্তরে স্মারকলিপি প্রদান করার পরও কোনো প্রদক্ষেপ না নেওয়ায় বাধ্য হয়ে আন্দোলনের ডাক দিতে মালিক-শ্রমিকরা ঐক্যবদ্ধ হয়েছেন। তাই এ পণ্য পরিবহণ ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে।’

এর আগে গত ১ নভেম্বর দক্ষিণ সুরমার হুমায়ুন রশিদ চত্বরে পরিবহণ মালিক-শ্রমিকদের নিয়ে প্রতিবাদ সমাবেশ থেকে এ কর্মসূচির ঘোষণা দেন তিনি।

গত ৪ নভেম্বর থেকে জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ১৫ টাকা বাড়ায় সরকার। প্রতি লিটার ডিজেল ও কেরোসিনের মূল্য ৬৫ টাকা থেকে বাড়িয়ে ৮০ টাকা করা হয়। বাড়তি দামের কারণে ৪ নভেম্বর থেকেই পণ্যবাহী পরিবহন ধর্মঘটের ডাক দেন মালিকরা। ৪ নভেম্বর থেকে যাত্রীবাহী বাস চলাচলও বন্ধ করে দেওয়া হয়। তবে গত রবিবার ভাড়া বাড়ানোর প্রেক্ষাপটে যাত্রীবাহী বাস চলাচল শুরু হলেও ধর্মঘট অব্যাহত রাখেন পণ্যবাহী যানবাহন মালিকরা।

এনএইচ/আরসি-০২