সিলেট মিরর ডেস্ক
নভেম্বর ০৯, ২০২১
০৬:২৯ অপরাহ্ন
আপডেট : নভেম্বর ০৯, ২০২১
০৬:২৯ অপরাহ্ন
মহামারি করোনায় দীর্ঘদিন ধরে বন্ধ থাকা ভারতীয় টুরিস্ট ভিসা আবার চালু হচ্ছে। সীমিত পরিসরে আগামী ১৫ নভেম্বর থেকে টুরিস্ট ভিসা দেয়া হবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির হাইকমিশনার শ্রী বিক্রম দোরাইস্বামী।
আজ মঙ্গলবার (৯ নভেম্বর) সকালে আখাউড়া চেকপোস্টের জিরো লাইনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই কথা বলেন। আখাউড়া দিয়ে সকাল সাড়ে সাতটায় তিনি ভারতে গেছেন।
ভারতীয় হাইকমিশনার বলেন, করোনা পরিস্থিতির মধ্যেও টুরিস্ট ভিসা চালু করছি আমরা। শুরুতে এক মাস মেয়াদের সিঙ্গেল এন্ট্রি ভিসা দেয়া হবে। তবে বিমানে যেতে হবে। ৩০ দিনের বেশি থাকা যাবে না। পর্যায়ক্রমে বিমানের পাশাপাশি স্থল ও রেলপথেও ভিসা দেয়া হবে।
এসময় তিনি দুই দেশের সীমান্তের আখাউড়া ইমিগ্রেশন ভবন নির্মাণে জটিলতাসহ বিভিন্ন বিষয়ে কথা বলেন। আখাউড়া-আগরতলা রেলপথ নির্মাণে সমস্যা সম্পর্কে ভারতীয় হাইকমিশনার বলেন, ঠিকাদারি প্রতিষ্ঠানের অর্থ পরিশোধের জটিলতা থাকায় কাজ বন্ধ রয়েছে। তবে দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় পর্যায়ে এ নিয়ে আলোচনা চলছে। দ্রুত সময়ের মধ্যে এ সমস্যা সমাধান হবে বলে আমরা আশাবাদী।
সম্প্রতি দেশে সংঘটিত বিভিন্ন সাম্প্রদায়িক সহিংসতার ব্যাপারে প্রশ্ন করলে হাইকমিশনার বলেন, দুই দেশের সম্পর্ক অন্য যেকোনো সময়ের চেয়ে ভালো আছে। সাম্প্রদায়িক সম্প্রীতির বিষয়ে আমরা বাংলাদেশ সরকারের পদক্ষেপে সন্তুষ্ট।
এর আগে আখাউড়া স্থলবন্দর দুই দেশের শূন্য রেখায় ভারতীয় হাইকমিশনারকে স্বাগত জানান আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমানা আক্তার এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান। এ সময় দুই দেশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন
আগামী ১৩ নভেম্বর একই পথে বিক্রম দোরাইস্বামী ঢাকায় ফিরবেন বলে জানা গেছে।
আরসি-০৬