কুলাউড়া প্রতিনিধি
নভেম্বর ০৯, ২০২১
০৮:৪৮ অপরাহ্ন
আপডেট : নভেম্বর ১০, ২০২১
১২:৩২ পূর্বাহ্ন
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ভুকশিমইল ইউনিয়নের বাদে ভুকশিমইল গ্রামের মাদরাসা ছাত্র আবু সুফিয়ান ইমন (১২) সোমবার (৮ নভেম্বর) থেকে নিখোঁজ রয়েছে।
সে স্থানীয় মাওলানা আব্দুর রহিম হাফিজিয়া মাদরাসার শিক্ষার্থী । তার বাবার নাম সুলতান হোসেন, মায়ের নাম পারভীন বেগম। গায়ের রং ফর্সা। নিখোঁজ হওয়ার সময় তার পরনে ছিল কালো পাঞ্জাবি, টুপি।
পারিবারিক সূত্রে জানা যায়, ইমন মাদরাসায় থেকে লেখা পড়া করে । সোমবার সকালে প্রতিদিনের মতো সকালের খাবার খেতে বাড়িতে আসে । পরে আবার মাদরাসায় চলে যায়। সকাল ১০ টা পরে মাদরাসা থেকে খবর আসে ইমন মাদরাসায় যায়নি। এরপর থেকে আত্মীয় স্বজনের বাড়িসহ সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুজির পর তার কোনো সন্ধান পাওয়া যাযনি। মঙ্গলবার (৯ নভেম্বর) কুলাউড়া থানায় জিডি করা হবে বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।
যদি কোনো হৃদয়বান ব্যক্তি তার সন্ধান পেয়ে থাকেন তাহলে নিম্নে উল্লেখিত নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো: ০১৭৪৩-৩৩৩৬৯১, ০১৭১২-৯৫৫৯০২, ০১৭৫১-৮৬৯৩৫৯ ও ০১৩১৯-৩৮৩৪৬১।
জে এইচ/বি এন-০৫