বড়লেখায় সূচনার উপকারভোগীদের নিয়ে সমাবেশ

বড়লেখা প্রতিনিধি


নভেম্বর ০৯, ২০২১
১০:৩৩ অপরাহ্ন


আপডেট : নভেম্বর ০৯, ২০২১
১০:৩৩ অপরাহ্ন



বড়লেখায় সূচনার উপকারভোগীদের নিয়ে সমাবেশ

মৌলভীবাজারের বড়লেখায় সূচনার উপকারভোগীদের সর্বোত্তম অনুশীলন সমূহের প্রদর্শন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (৯ নভেম্বর) দুপুরে উপজেলার নিজবাহাদুরপুর ইউনিয়নে পূর্ব মাইজগ্রামের একটি বাড়িতে এই সমাবেশ হয়েছে। 

এতে উপকারভোগীরা সূচনা প্রকল্পের প্রশিক্ষণ গ্রহণ, আর্থিক অনুদান ও নানা উপকরণ নিয়ে হাঁস-মুরগি, গবাদিপশু পালন, শাক-সবজি ও মৎষ্য চাষ করে পরিবারে সচ্ছলতা অর্জনের গল্প তুলে ধরেন।   

ইউপি সদস্য রূপবান বেগমের সভাপতিত্বে ও সূচনার ইউনিয়ন সমন্বয়কারী নিজাম উদ্দিনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন সূচনার উপজেলার সমন্বয়কারী সৈয়দ আব্দুস সামাদ। 

অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, সাংবাদিক আব্দুর রব, ইউপি সদস্য হিফজুর রহমান, সাংবাদিক এ.জে লাভলু, মৎস্য অধিদপ্তরের প্রতিনিধি হাসান আহমদ, উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের প্রতিনিধি গুলজার আহমদ, সূচনার পুষ্টি কর্মকর্তা আল-আমিন, টেকনিক্যাল কর্মকর্তা মতিউর রহমান, পুষ্টি কর্মকর্তা আল আমিন, জিসিডিও অসীম চন্দ্র, পর্যবেক্ষণ কর্মকর্তা তৌহিদ কামাল তাপস, উপকারভোগী ফাহমিদা আক্তার, মিনা বেগম, সুহাদা বেগম, খালেদা বেগম, হাজেরা বেগম প্রমুখ।  

এ জে/বি এন-১২