নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ১০, ২০২১
১২:১৭ পূর্বাহ্ন
আপডেট : নভেম্বর ১০, ২০২১
১২:২৪ পূর্বাহ্ন
সিলেট নগরের আম্বরখানা এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের সঙ্গে ঔদ্ধত্য আচরণ ও সরকারি কাজে বাঁধা দেওয়ার অপরাধে দুই ছাত্রলীগ কর্মীকে দুই মাসের কারাদণ্ড দিয়েছে সিসিকের ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার (৯ নভেম্বর) বেলা আড়াইটায় সিটি করপোরেশন পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এই দণ্ড দেয়।
দণ্ডপ্রাপ্ত দুই ছাত্রলীগ কর্মী হলেন সিলেট নগরের মিরাবাজার এলাকার আগপাড়া এলাকার বাসিন্দা মাজেদ আহমদ (২৭) ও মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার চন্ডিনগর গ্রামের তারেক আহমদ (৩০)।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সিলেট জেলা ছাত্রলীগ কর্মী মাজেদ আহমদ একটি মোটরসাইকেল চালিয়ে এসে আম্বরখানা পয়েন্টে সড়কের উপর মোটরসাইকেলটি ভুল জায়গায় পার্কিং করে রাখেন। বিষয়টি নজরে পড়ে সিসিকের ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও রাজস্ব কর্মকর্তা মো. মতিউর রহমান খানের। তিনি মাজেদের কাছে মোটরসাইকেলের রেজিস্ট্রেশন ও ড্রাইভিং লাইসেন্সসহ অন্যান্য কাগজপত্র দেখতে চান এবং গাড়িটি ভুল জায়গায় পার্কিং করা হয়েছে বলে জানিয়ে জরিমানা করতে যান। এসময় মাজেদ গাড়ির কোনো কাগজপত্র না দেখিয়ে ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটের সঙ্গে ঔদ্ধত্যপূর্ণ আচরণ শুরু করেন।
উত্তেজিত হয়ে মাজেদ নির্বাহী ম্যাজিস্ট্রেটকে বলেন, ‘আপনি আমার মোটরসাইকেল আটকেছেন কেন? জানেন প্রশাসনে আমার অনেক লোক রয়েছে। আমার হাত অনেক উপরে। কাগজপত্র ছাড়াই আমি গাড়ি চালাই। দেখব আমার গাড়ি আপনি কীভাবে আটকে রাখেন।’
পরে তারেক আহমদ (৩০) নামের আরেক ছাত্রলীগ কর্মীকে মাজেদ ফোন দিয়ে নিয়ে আসলে তারা দুজনই নির্বাহী ম্যাজিস্ট্রেট মতিউর রহমানের সঙ্গে দুর্ব্যবহার করেন। উদ্ভূত পরিস্থিতিতে অতিরিক্ত পুলিশ কল করে নিয়ে এসে তাদেরকে আটক করার নির্দেশ দেন বিচারক মো. মতিউর রহমান খান। পরে তাদের দণ্ডবিধি ১৮৬০ এর ১৮৬ ধারায় ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন তিনি।
সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মাহমুদ সিলেট মিরর অনলাইনকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, বিকেল সাড়ে ৩ টার দিকে তাদের কারাগারে প্রেরণ করা হয়েছে।
আরসি-০৮